ই-বুক সম্পর্কে

 

যদি আপনি আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে চান তাহলে আপনার একটি লক্ষ্য থাকতেই হবে। বলা হয়ে থাকে যাদের জীবনের লক্ষ্য রয়েছে এবং যারা লক্ষ্য অর্জন করছে তারা হলো সফল আর যাদের লক্ষ্য নেই তারা হলো সাধারণ মানুষ। 

 

পৃথিবীর প্রত্যেকটি সফল ব্যক্তির একটি বড় লক্ষ্য থাকে এবং সে প্রতিনিয়ত পাগলের মত ছুটে চলে তার লক্ষ্যটিকে পূরণ করার জন্য। সেরকম আপনিও যদি আপনার জীবনের লক্ষ্যকে তৈরি করতে এবং অর্জন করতে চান, তাহলে আমরা স্কিলস রাইডার আপনার জন্য নিয়ে এসেছি একটি বিশাল সুযোগ। 

 

একটি অসাধারণ ই-বুক এইবুকের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য তৈরি করতে পারবেন এবং অর্জন করতে পারবেন। কারণ আমরা এখানে আপনাকে একটি সায়েন্টিফিক টেমপ্লেটের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন? 

 

এই ই-বুকটি কাদের জন্য: 

 

👉 যেকোনো পেশাজীবীদের জন্য 

👉 উদ্যোক্তাদের জন্য 

👉 স্টুডেন্ট কমিউনিটিদের জন্য 

 

এই ই-বুকের বেনিফিটস: 

 

১. আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি করতে সহায়তা করবে। 

২. আপনাকে গর্বিত হওয়ার জন্য সাহায্য করবে।    

৩. আপনার কাজের গতি, কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।   

৪. আপনার ব্যক্তি জীবনে বৃহত্তর সুখ এবং পরিপূর্ণতা প্রদান করবে।  

৫. আপনার উন্নত শারীরিক এবং মানসিক স্বাস্থ্য তৈরি করার জন্য সাহায্য করবে।  

৬. আপনার আর্থিক স্থিতিশীলতা তৈরি করার জন্য সাহায্য করবে।  

 

২০২৫ সালে আপনি আপনার যে কোন একটি সিরিয়াস লক্ষ্যকে অর্জন করুন আমাদের এই ই-বুক টি ব্যবহার করে। তাহলে আর দেরি কেন রেজিস্ট্রেশন করে ফেলুন এবং ই-বুকটিকে গ্রহণ করুন।

 

কোর্সের সিলেবাস

  • স্বাগতম পোস্ট
  • ই-বুক (ডাউনলোড করুন) 🔽
  • সাইন্টিফিক টেমপ্লেট (ডাউনলোড করুন) 🔽

শিক্ষার্থীদের র‌্যাটিং এবং রিভিউ

0

Total 0 Rating

5
0 র‌্যাটিং
4
0 র‌্যাটিং
3
0 র‌্যাটিং
3
0 র‌্যাটিং
1
0 র‌্যাটিং
500 ৳ 99 ৳
  • লেভেলসকল লেভেল
  • শুরু27-Dec, 2024
  • ইনরোল হয়েছে66
  • যাদের জন্য কোর্সall
  • ক্যাটাগরিসফট স্কিল