আমাদের সম্পর্কে

স্কিলস রাইডার:

স্কিলস রাইডার একটি লিডারশিপ বিল্ডিং প্লাটফর্ম। যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাঁর ব্যবসা-বাণিজ্য, আত্মোন্নয়ন, ক্যারিয়ার এবং মাইন্ডসেট ডেভলপমেন্ট সংক্রান্ত সকল প্রকার হার্ড স্কিল এবং সফট স্কিলগুলোকে শেখানো হয়। 

দেশের আর্থসামাজিক উন্নতি এবং অত্যন্ত দক্ষ মানব সম্পদ তৈরি করা স্কিলস রাইডার এর মূল এবং প্রধান উদ্দেশ্য। এখানে শুধুমাত্র দক্ষতাগুলোকে শেখানো হয় না, তা কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হয় তা শতভাগ নিশ্চিত করা হয়।

এখানে প্রশিক্ষণের পদ্ধতিগুলোকে এমন শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে, যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলোকে তাঁর ব্যবসায়িক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং রাজনৈতিক জীবনে প্রয়োগ করে সফল হতে পারবে।

 

ভিশন:

একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাঁর আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন করার জন্য সহায়তা করা।

 

মিশন:

স্কিলস রাইডার এর লক্ষ্য হলো, ব্যক্তিগত উন্নয়ন, পেশাগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক উন্নয়নে সর্বদা নিয়োজিত থাকা।

 

মূল্যবোধসমূহ:

  • সেবাই প্রধান
  • পেশাদারিত্ব
  • ক্রমাগত উদ্ভাবন
  • দায়িত্বশীলতা
  • সহযোগীতা

 

স্কিলস রাইডার এর টীম মেম্বার

মোঃ রাশেদুল ইসলাম

  • প্রতিষ্ঠাতা এবং বিজনেস অপারেশন 

 

হুরে মাকসুরা নিশি

  • বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং কমিউনিকেশন

 

আশিকুজ্জামান শোয়েব 

  • এডমিন এবং অপারেশন 

 

মোঃ আল আমিন আকাশ 

  • জুনিয়র বিজনেস ডেভেলপমেন্ট