image

কীভাবে আমি অনেক টাকার মালিক হতে পারবো?

 

যদি আপনি আপনার ব্যক্তিগত আর্থিক অবস্থার উন্নতিসাধন করতে চান, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি পোস্ট হতে চলেছে ।   

 

এই পৃথিবীতে আর্থিকভাবে যারা সফল তাদেরকে বিশ্লেষণ করে ২টি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গিয়েছে, বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে এবং বর্তমান টেকনোলজি বিপ্লবের পর থেকে অনেকেই খুব তাড়াতাড়ি অঢেল টাকার মালিক হয়ে যাচ্ছে।  আর এটা কোন অবৈধ পন্থা নয়। অর্থের বিষয়গুলো যখন যুক্ত হয়ে যায় তখনই মানুষ কিন্তু বৈধ এবং অবৈধপন্থার কথা  চিন্তা করা শুরু করে। আমি এই পোস্টে খুব সাধারনভাবে ব্যাখ্যা করে দেবো সহজ দুটি রাস্তার কথা, অবশ্যই বৈধপন্থার কথাই উল্লেখ করবো।        

 

অনেক টাকার মালিক হতে হলে কোন দুটি বিষয় জানতে হবে? 

 

ফাইন্যান্সিয়াল ভাবে শক্তিশালী হতে হলে আপনাকে, দুটি কাজ নিয়মিত ভাবে করতে হবে -

 

(১) একটি ব্যবসা শুরু করে দিতে হবে ছোট পরিসরে এবং সেটিকে মুনাফার মাধ্যমে পরিচালনা করতে হবে:  

 

ব্যবসা বলতে পানের দোকান, চায়ের দোকান, টং দোকান এগুলোর কথা বলছিনা, এগুলোকে আসলে ব্যবসা বলা চলেনা, বলা যায় আত্মনির্ভরশীলতা। আপনাকে করতে হবে সত্যিকারের ব্যবসা। 

 

একটি প্রাতিষ্ঠানিক ব্যবসা শুরু করতে হবে, যেমন: আপনার একটি টিম থাকবে যারা আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করতে সাহায্য করবে। 

 

শুরুতে হয়তো আপনাকে নিজের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ নিজেকেই করতে হবে, কিন্তু দিনশেষে আপনি যদি অন্যের দ্বারা এই কাজগুলো করিয়ে নিতে না পারেন তাহলে ব্যবসাকে আপনি বড় করতে পারবেন না। 

 

তাই আপনাকে একটি ব্যবসা দাঁড় করাতেই হবে, এর কোন বিকল্প নেই এবং সেখান থেকে প্রাপ্ত মুনাফা পাওয়ার পর দ্বিতীয় ধাপে পদার্পণ করতে হবে।        

 

(২) নিয়মিতভাবে ফাইনান্সিয়াল জ্ঞান সংগ্রহ করতে হবে এবং তা ব্যবহার করতে হবে: 

 

👉 টাকা দিয়ে টাকাকে কিভাবে বৃদ্ধি করতে হয়? 

👉 টাকা কিভাবে বাজেট করতে হয়? 

👉 টাকা কিভাবে খরচ করতে হয়?

👉 টাকাকে কিভাবে সংরক্ষণ করতে হয়? 

👉 টাকা কিভাবে সঞ্চয় করতে হয়? 

👉 টাকা কিভাবে উপার্জন করতে হয়? 

 

আমাদের দেশে টাকাপয়সা সংক্রান্ত একটি বড় ধরনের ট্যাবু রয়েছে অর্থাৎ মানুষের একটি সনাতনী এবং ভ্রান্ত ধারণা রয়েছে।  যেমন: টাকা থাকলেই নাকি মানুষ খারাপ হয়ে যায়, বা যার কাছে টাকা রয়েছে সে মনে হয় অনৈতিক পন্থায় টাকা ইনকাম করে।  

 

এবার আসা যাক মূল কথায়; 

 

এক নাম্বারটি যখন শুরু করবেন অর্থাৎ আপনি যখন একটি ব্যবসা শুরু করবেন এবং একটু একটু করে সফল হবেন, দুই নাম্বারটি আপনার টাকাকে কিভাবে চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি করতে হয় তা করার জন্য সাহায্য করবে। 

 

এর সাথে আরেকটি কাজকে যুক্ত করে দিচ্ছি, যা যেকোনো ভালো কিছু অর্জন করার জন্য অবশ্যই করতে হয়।

 

দুটো জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে: 

 

(১) লক্ষ্যের সাথে জড়িত লোকজনের সাথে চলাফেরা করা এবং 

(২) লক্ষ্যের সাথে জড়িত না এমন লোকজনকে বর্জন করা 

 

আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে চাচ্ছেন, তাই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী লোকজনের সাথে চলাফেরা করতে হবে, ওঠাবসা করতে হবে, তাদের কনটেন্ট গ্রহণ করতে হবে। এর ফলে তার বা তাদের কনটেন্ট আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে সফল করবে।

 

লক্ষ্যের সাথে জড়িত না এমন লোকজনের সাথে উঠাবসা করলে, তারাও ব্যর্থতা গ্রহণ করবে, আপনাকেও ধ্বংস করে ছাড়বে।

 

আমি রাশেদুল ইসলাম কোন গল্প এবং কাহিনীতে বিশ্বাস করিনা। বাস্তবসম্মত কনটেন্ট এবং শিক্ষনীয় কনটেন্ট নিয়মিত এই প্লাটফর্মে পাবলিশ করে যাব আর বিশেষ করে বিজনেস, পার্সোনাল ফাইনান্স রিলেটেড কনটেন্টগুলো নিয়মিত আমি এই স্কিলস রাইডার প্লাটফর্মে পাবলিশ করে যাব।

 

আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন (জ্ঞান বিতরণ করলে কমবে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে) এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। 

 

ধন্যবাদান্তে

রাশেদুল ইসলাম, লীডারশীপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট