কীভাবে একজন ছোট দোকানদার থেকে মিলিয়নিয়ার হওয়া যায়?
আপনি যদি আপনার ছোট ব্যবসাকে একটি বড় ব্যবসায় রূপান্তর করতে চান, বড় ব্যবসা বলতে একটি মিলিয়ন ডলারের ব্যবসায় রূপান্তর করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় পোস্ট হতে চলেছে এটি।
এটি কোন গতানুগতিক পোস্ট নয়, আজকের এই পোস্টটি যদি আপনি আপনার ব্যবসায় বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনিই হবেন পরবর্তী মিলিয়নিয়ার একজন উদ্যোক্তা।
আজকের এই পোষ্টের মাধ্যমে আমি ৪টি বিষয়কে গুরুত্ব দিব, আপনি যদি পৃথিবীর সর্ববৃহৎ কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করেন, তাদের ভিতরে এই ৪টি জিনিস অবশ্যই বিদ্যমান রয়েছে।
বারবার একই কথা বলে থাকি এবং সব সময় বলেই যাব, সেটি হচ্ছে স্বপ্ন দেখতে হবে বড় এবং ছোট ছোট ধাপে ধাপে এগোতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য।
ছোট দোকানদার থেকে মিলিয়নিয়ার হওয়া যায় কিভাবে?
আমার মতে এরচেয়েও বেশি বড় স্বপ্ন দেখতে হবে এবং যারা বড় হচ্ছেন তারা বড় বড় স্বপ্ন দেখেই কিন্তু বড় হচ্ছেন।
বিশ্বের কয়েকটি নামিদামি কোম্পানির উদাহরণ দিচ্ছি, যারা তাদের ব্যবসা শুরু করেছিল তাদের নিজ বাসার গ্যারেজে এবং বর্তমান তারা মাল্টিবিলিয়ন ডলারের ব্যবসায়ী (মিলিয়ন এবং বিলিয়ন এর মধ্যে কয়েকশ গুণ তফাৎ আছে, ১০০ কোটিতে এক বিলিয়ন)
অ্যামাজন, গুগল, এইচপি কম্পিউটার, হারলে ডেভিডসন, মাইক্রোসফট, অ্যাপেল, ওয়ার্ল্ড ডিজনি, ডেল কম্পিউটার ইত্যাদি।
ছোট ব্যবসাকে বড় করার জন্য আপনাকে চারটি জায়গায় সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং এই চারটি বিষয় ছাড়া আপনি ব্যবসা কোনভাবেই বড় করতে পারবেন না। চারটি উপাদানই থাকতে হবে, এর কোনোটি যদি বাদ যায় তাহলে আপনি সেই ব্যবসাকে ধরে রাখতে পারবেন কিন্তু বড় করতে পারবেন না।
ছোট দোকানদার থেকে মিলিয়নিয়ার ব্যবসায়ী হওয়ার ৪টি উপায়
১. লাভজনকতা
ব্যবসাটিকে অবশ্যই মুনাফা সমৃদ্ধ হতে হবে। আপনি যেকোনো ব্যবসাই শুরু করুন না কেন, আপনি যত বেশি গ্রস প্রফিট তৈরি করতে পারবেন, ততই ব্যবসায় লাভ করতে পারবেন।
এখান থেকে শুরু হয় সকলপ্রকার কলাকৌশলের খেলা, কারণ আপনার ব্যবসায় যদি প্রফিট মার্জিন বেশি না থাকে, তাহলে আপনি পরবর্তী ধাপগুলো গ্রহণ করতে পারবেন না, বা আপনার পরবর্তী ধাপগুলোকে গ্রহণ করতে অনেক কষ্ট হবে।
২. স্ক্যাল্যাবিলিটি
প্রথম ধাপে তো আপনি আপনার ব্যবসাকে লাভজনক করছেন। এবার দ্বিতীয় ধাপে আপনার ব্যবসাকে বড় করার রাস্তা বের করে নিয়ে আসতে হবে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ লক্ষ কাস্টমারকে সেবা দেওয়ার পদ্ধতি থাকতে হবে।
অর্থাৎ এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে, এমন কোন মাধ্যম আছে যার কারনে আপনি আপনার ব্যবসাকে বড় করতে পারছেন?
পৃথিবীতে যত প্রকার ব্যবসা আছে সকল ব্যবসার মধ্যে কোনও না কোনও পদ্ধতি অবশ্যই আছে এবং সেই পদ্ধতিটিকে ধরে ধরে আপনার বিজনেস কে বড় করতে হবে (মুদির দোকান থেকে শুরু করে আপনি যদি রেস্টুরেন্টের বিজনেস করে থাকেন তাহলে, সেখানেও কোনো না কোনো পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি আপনার বিজনেস কে বড় করতে পারবেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ লক্ষ কাস্টমারকে সেবা প্রদান করতে পারবেন)
৩. ম্যানপাওয়ার
ব্যবসায় সবথেকে যোগ্যতা সম্পন্ন ম্যানপাওয়ার থাকতে হবে। উচ্চ যোগ্যতা এবং উচ্চ দক্ষতা সম্পন্ন টিম তৈরি করতে হবে এবং একটি কথা মনে রাখতে হবে যে “ যদি আপনি দীর্ঘসময়ের পথ পাড়ি দিতে চান তাহলে আপনাকে দলবদ্ধ হয়ে চলতে হবে”
আর সেই দলে থাকতে হবে সবথেকে উপযুক্ত ম্যানপাওয়ার।
৪. প্রতিযোগিতামূলক সুবিধা
আপনার মধ্যে এমন কোন বিষয় আছে, যা আপনার কম্পিটিটর সহজেই কপি করতে পারবে না। ইউনিলিভার, নেসলে, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিকাশ, প্রথম আলো, পেপসি, গ্রামীণফোন ইত্যাদি সহ যত সকল কোম্পানির দিকেই আমরা তাকাই না কেন সবারই বিশেষ কিছু-না-কিছু প্রতিযোগিতামূলক সুবিধা অবশ্যই রয়েছে।
- গ্রামীণফোনের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক
- পেপসি কোম্পানির রয়েছে শক্তিশালী ডিসট্রিবিউশন
- ইউনিলিভার কোম্পানির রয়েছে নিয়মিত পণ্যের ইনোভেশন
- বিকাশের রয়েছে সবথেকে বেশি এজেন্ট এবং কাস্টমারের নেটওয়ার্ক
- কোকাকোলা কোম্পানির রয়েছে ট্রেড সিক্রেট পদ্ধতি
এভাবে যতগুলো কোম্পানির উদাহরণ দেওয়া যাক না কেন, যারা আজকে সফল তাদের সবারই একটি বিশেষ গুন আছে যা হলো তাদের প্রতিযোগিতামূলক সুবিধা।
এই পোষ্টের সবথেকে আকর্ষনীয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই প্রতিযোগিতামূলক সুবিধা।
কারণ একমাত্র এই প্রতিযোগিতামূলক সুবিধাই আপনাকে লাখপতি তৈরি করতে পারবে এবং সেই লাখপতি থেকে আপনি হয়ে যাবেন কোটিপতি এবং শিল্পপতি।
এই চারটি কোন সাধারণ বিষয় না, অনেকে এক নাম্বারটিতে সারাজীবন থেকে যায় অর্থাৎ তার ব্যবসাকে সে লাভবান করতে পারে কিন্তু বড় করতে পারেনা।
আর আমি আপনাকেই বলছি আপনার যদি কোন ছোট ব্যবসা থেকে থাকে আর সেই ব্যবসায় যদি আপনি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করতে না পারেন, তাহলে আপনাকে এই খেলা থেকে ছিটকে পড়তে হবে।
আর আপনি যদি শুরু থেকেই এই প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করতে পারেন তাহলে, কোন বড় ব্যবসা বা বড় কোনো প্রতিযোগী আপনার ব্যবসায় কোন ক্ষতি করতে পারবেনা, আপনি একচেটিয়া বাজার সুবিধা দখল করবেন এবং নিয়মিতভাবে আপনার ব্যবসাকে বড় করেই যেতে থাকবেন।
আপনার আশেপাশে যারা সফল হচ্ছেন এবং হবেন তারা সবচেয়ে বেশি এই জায়গাটায় গুরুত্ব দিয়ে থাকেন, কারণ তারা নিয়মিত এগুলোর সন্ধান করে থাকেন। আপনাকেও এখন থেকে চোখ-কান খোলা রাখতে হবে এবং নিজের ভিতর একটি জানার আগ্রহ তৈরি করতে হবে।
আমি আমার প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অসংখ্য প্রশ্ন পেয়ে থাকি যে কিভাবে আমি আমার টাকাকে দ্বিগুণ-তিনগুণ করতে পারব?
উত্তরঃ আপনার টাকাকে দ্বিগুণ করার আগে আপনাকে তিনগুণ লার্নিং এর পিছনে সময় দিতে হবে, যখনই আপনার লার্নিং বৃদ্ধি পাবে তখনই আপনার আর্নিং চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকবে।
অল্প জায়গায় ব্যবসা করে মুনাফা করা আর ব্যবসাকে বড় করে বিলিয়ন ডলারে পরিণত করা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে (এটি একটি বিস্তারিত প্রক্রিয়া, যা সময় নিয়ে আপনাকে জানতে হবে)
আপনার বাসার আশেপাশে অনেক ব্যবসায়ীকে দেখবেন যে অনেক টাকা মুনাফা করে কিন্তু ব্যবসা বড় করতে পারেনা (হাট-বাজারে বড় বড় মুদির দোকান গুলোর দিকে খেয়াল করে দেখবেন তারা কিন্তু মুনাফা সমৃদ্ধ ব্যবসা করে কিন্তু ব্যবসাকে কোনদিন বড় করতে পারেনা)
তাই উপরের চারটি বিষয়ে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং সে গুলোকে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি ছোট দোকানদার থেকে একটি বিলিয়ন ডলারের ব্যবসায় রূপান্তরিত হয়ে যেতে পারেন।
এবং আজকে পৃথিবীতে সেই সমস্ত ব্যবসাসফল তাদের মধ্যে উপরের এই ৪টি বিষয় অবশ্যই বিদ্যমান এবং তারা মাল্টি বিলিয়ন ডলারের ব্যবসা তৈরি করেছে।
শিক্ষনীয় কনটেন্ট নিয়মিত এই স্কিলস রাইডার প্লাটফর্মে পাবলিশ করে যাব, আর বিশেষ করে বিজনেস রিলেটেড কনটেন্টগুলো নিয়মিত আমি এই স্কিলস রাইডার প্লাটফর্মে পাবলিশ করে যাব।
আমার কনটেন্টগুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন ( জ্ঞান বিতরণ করলে কমবে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে) এবং একটি আপভোট দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
পোষ্টের নিচে কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি, পোস্টগুলোর বিষয়বস্তুগুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করুন অথবা আমাকে মেনশন করুন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।
আপনি যদি খুবই সিরিয়াস হয়ে থাকেন আপনার ব্যবসাকে নিয়ে তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাকশন নিতেই হবে সেটি হচ্ছে “ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যেকোন বিষয় নিয়ে আপনি আমাকে মেসেজ করতে পারেন”
Official Whatsapp +8801316886988
আমি সবথেকে বেশি চেষ্টা করব আপনার প্রশ্নের কার্যকর উত্তর দেওয়ার জন্য।
ধন্যবাদান্তে
রাশেদুল ইসলাম,
লীডারশীপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট