image

কোন কোন খাতে বিনিয়োগ করা উচিত? 

 

আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্থের সুষ্ঠ ব্যবহার, অর্থকে ব্যবস্থা করা, অর্থ ইনকাম করা এবং বিনিয়োগ করা সংক্রান্ত অসংখ্য ধরনের প্রশ্ন এবং মন্তব্য পেয়ে থাকি।  

 

এবং আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগকে সবথেকে বেশি প্রাধান্য দেই এবং আমি নিজের আর্থিক উন্নতি সাধন করার একটি বড় হাতিয়ার হিসাবে আমি এই বিনিয়োগকে বিবেচনা করে থাকি, এর একটা অনেক বড় যুক্তি রয়েছে যা হল, বিনিয়োগ করার ফলে আপনি অর্থকে কাজে লাগাবেন, অর্থ আপনার জন্য কাজ করা শুরু করবে, আপনাকে নিজে কাজ করতে হবে না।   

 

আপনাকে বিশেষভাবে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি বিনিয়োগ সংক্রান্ত খুব স্পষ্ট ধারণা এবং বাস্তবসম্মত ধারণা পেয়ে যাবেন আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে। তাই একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন, শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা লিখা আছে যা আপনার বিনিয়োগ সম্পর্কে চিন্তাধারার নতুন একটি ভিত্তি তৈরি করার জন্য সাহায্য করবে।  

 

বিনিয়োগ করার জন্য আমাকে কোন পদ্ধতি অনুসরণ করতে হবে?  

 

আপনি যদি আপনার বিনিয়োগকে শতভাগ নিশ্চিত রাখতে চান অর্থাৎ আপনার বিনিয়োগ যদি পুরোপুরি সফল করতে চান তাহলে আপনাকে খাত নিয়ে বেশি চিন্তা করতে হবে না। শুনে অবাক লাগতে পারে আমি এই পোষ্টের মাধ্যমে সেই বিষয়টি আপনাকে একদম পরিষ্কার ধারণা দিয়ে দেব।  

 

বস্তুত আমি আপনাকে এই পোস্টের মাধ্যমে দুটি মৌলিক কৌশল শিখিয়ে দিব এর মাধ্যমে আপনি যেকোন ইন্ডাস্ট্রির যেকোনো পণ্যের বিনিয়োগ করার জন্য যথেষ্ট শক্তি এবং স্পষ্টতা পেয়ে যাবেন।  

 

বিনিয়োগ করার জন্য আসলে খাত বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কোন ইন্ডাস্ট্রির কোন প্রোডাক্টে বিনিয়োগ করছেন?

 

প্রথম মৌলিক বিষয়টি 

 

দুটো ইন্ডাস্ট্রির কথা আপনাকে মনে রাখতে হবে শুরুতেই: 

 

(১) সানরাইজ ইন্ডাস্ট্রি - ইন্ডাস্ট্রি কেবল শুরু হল অর্থাৎ এর আগে এই ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পারিনি, কেবল নতুন আসা শুরু হয়েছে যেমন: (ইলেকট্রিক ভিকেলস, ইন্টারনেট কল, ক্লাউড কিচেন, ডিজিটাল মার্কেটিং, ক্লাউড টেকনোলজি, মেশিন লার্নিং ইত্যাদি)

 

(২) সানসেট ইন্ডাস্ট্রি - যে ইন্ডাস্ট্রির পণ্যগুলো পতনের দিকে যাচ্ছে অর্থাৎ দিন দিন এই সমস্ত ইন্ডাস্ট্রির পণ্যে মার্জিন কমে যাচ্ছে এবং সেলস কমে যাচ্ছে (সিডি-ডিভিডি, আইপড, সিনেমা হল, টেলিফোন এবং স্টেশনারি আইটেম ইত্যাদি)

 

এখন আপনি ইন্ডাস্ট্রি বিবেচনা করে যে কোন খাতে বিনিয়োগ করতে পারেন। আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি সানসেট ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করছেন নাকি সানরাইজ ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করছেন?

 

তাই এখন থেকে যে কোন ব্যবসায় বিনিয়োগ করার আগে অবশ্যই সেটা ইন্ডাস্ট্রি বিবেচনা করে দেখতে হবে।  আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় যে নতুন করে গ্রামীন সিম কোম্পানির ব্যবসা করতে, এটা কি সঠিক বিনিয়োগের ব্যবসা হবে? উত্তর না। কারণ এই ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ডুবতে চলেছে যেখানে ইন্টারনেট কল অর্থাৎ হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এর মত মোবাইলে অ্যাপ্লিকেশন গুলোর চাহিদা দিন দিন প্রচন্ড বেড়ে যাচ্ছে।    

 

দ্বিতীয় মৌলিক বিষয়টি: 

 

বিনিয়োগ করার জন্য একটি গোল্ডেন রুল আছে সেটি হচ্ছে, আপনি ছোট ব্যবসায় অথবা বড় ব্যবসায় যেখানেই বিনিয়োগ করুন না কেন এই রুলটি অবশ্যই প্রযোজ্য।

 

  • ক্যাশ 
  • সমৃদ্ধি 
  • মুনাফা 

 

আপনাকে এমন ব্যবসায় বিনিয়োগ করতে হবে যে ব্যবসায় লিকুইড ক্যাশ বৃদ্ধি পেতে থাকবে, ওই ব্যবসার সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে এবং ওই ব্যবসার মুনাফা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকবে।

 

উপরের তিনটি পয়েন্টের মধ্যে যদি দুটি পজেটিভ থাকে এবং একটি নেগেটিভ থাকে তাহলে সে ব্যবসায় বিনিয়োগ করলে আপনি ভালো সুবিধা অর্জন করতে পারবেন না।

 

মানে আপনার টাকা দ্বিগুণ, তিনগুণ হতে অনেক বেশি সময় লেগে যাবে।

 

ধরে নিলাম দুধ দিয়ে তৈরি এমন কিছু পণ্যের একটি ব্যবসায় আপনি বিনিয়োগ করলেন।

 

সেই ব্যবসায় গ্রোথ অনেক বেশি এবং প্রফিট অনেক বেশি কিন্তু দিন শেষে ব্যবসায় ঠিকমতো ক্যাশ থাকছে না ক্যাশ থাকতেছে না, তাহলে সে ব্যবসায় আপনি বিনিয়োগ করে লাভবান হতে পারবেন না। তাই এই গোল্ডেন রুলস ফলো করুন।  

 

সঠিকভাবে কিভাবে বিনিয়োগ করতে হয় এর জন্য আরো বেশ কিছু গোল্ডেন রুল নিয়ে আমি আকর্ষণীয় অনেক পোস্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সেই পোস্টগুলোর আপডেট আপনার আমাদের স্কিলস রাইডারের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন।   

 

ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাদের এই ওয়েবসাইট টিকে আপনি বুকমার্ক এবং ইমেইল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।

 

পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মন্তব্যে মেনশন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।

 

ধন্যবাদ 🙏

রাশেদুল ইসলাম, লীডারশীপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট