ডিজিটাল মার্কেটিংয়ে কিভাবে দক্ষ হওয়া যায়?
আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন সেলিং ইত্যাদি বিষয় নিয়ে অনেক আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্ট থেকে নতুন কিছু ধারনা পেয়ে যাবেন।
আমরা স্কিলস রাইডার সবসময় একটি মূলনীতিতে বিশ্বাস করি তা হল, আমাদের পাঠকদেরকে বিজনেস এবং মার্কেটিং-এর বিষয়গুলোর উপর সর্বোচ্চ স্পষ্টতা প্রদান করাতে সাহায্য করা।
তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং-এ সুদক্ষ হয়ে আমাদের ক্যারিয়ার তৈরি করতে পারি?
ডিজিটাল মার্কেটিং কি?
আমরা এখানে খুব সংক্ষিপ্ত আকারে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টি বুঝবো একটি ছোট উদাহরণ দিয়ে।
কল্পনা করুন যে আপনি ভালো স্বাস্থ্যকর ফলের জুস তৈরি করতে পারেন। এখন আপনি সবাইকে জানাতে চান যে আপনার বানানো ফলের জুস কতটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর, কিন্তু আপনি কীভাবে আপনার আশেপাশের এবং বাইরের লোকেদের কাছে পৌঁছাবেন? যখনই আপনি এই বিষয়টি অনলাইনের মাধ্যমে জানানো শুরু করার চেষ্টা করবেন তখনই ডিজিটাল মার্কেটিং এর বিষয়টি সামনে চলে আসে!
ডিজিটাল মার্কেটিং একটি ম্যাজিক মেগাফোন ব্যবহার করার মতো, যা আপনাকে আপনার বানানো দুর্দান্ত স্বাস্থ্যকর ফলের জুস সম্পর্কে পুরো বিশ্বকে জানাতে দেয়।
আপনি আরও বেশি লোকেদের কাছে পৌঁছানোর জন্য এবং আপনার স্বাস্থ্যকর ফলের জুসের প্রচারকে আরও বেশি সফল করতে অনলাইনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
অনলাইনে বিভিন্ন সফটওয়্যার হলো মূলতঃ
⏩ ওয়েবসাইট
⏩ সোশ্যাল মিডিয়া
⏩ ইমেইল মার্কেটিং
⏩ অনলাইন এডভারটাইজিং এবং
⏩ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি
ডিজিটাল মার্কেটিং এ সুদক্ষ হওয়ার উপায়?
ডিজিটাল মার্কেটিং-এ যদি আপনি সম্পূর্ণরূপে দক্ষ হতে চান তাহলে আপনাকে প্রথম দিন থেকেই দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে।
> কোন সমস্ত টেকনিকগুলোকে ব্যবহার করে খুব অল্প টাকায় কাস্টমার নিয়ে আসা যায়? সেগুলো জানতে হবে এবং প্রয়োগ করতে হবে।
> কাস্টমারকে নিয়ে আসলেই হবে না, তাদেরকে কিভাবে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা যায় সেটাও খুব ভালোভাবে জানতে হবে এবং প্রয়োগ করতে হবে।
আর সবচেয়ে মজার বিষয় হলো যে বেশিরভাগ ডিজিটাল মার্কেটার এই দুইটা প্রশ্নের উত্তর ঠিকমতো আমলে নেয় না।
ডিজিটাল মার্কেটিং-এর অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে Conversion অর্থাৎ -
👉 কাস্টমারকে বানাতে হবে পেইং কাস্টমার (যে কাস্টমার আপনাকে পে করবে)
👉 পেইং কাস্টমারকে বানাতে হবে রিপিট কাস্টমার।
👉 রিপিট কাস্টমারকে বানাতে হবে আনুগত্য কাস্টমার।
👉 আনুগত্য কাস্টমারকে বানাতে হবে ব্র্যান্ড প্রচারক হিসাবে
কিভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায়?
১. আমাদের স্কিলস রাইডার প্ল্যাটফর্ম এর ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে (+8801316886988) আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি এই সংক্রান্ত আরও অসংখ্য পোস্ট সামনে নিয়ে আসছি।
২. আপনাকে ডিজিটাল মার্কেটিং-এর ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক বিষয়গুলো সবার আগে ভালোভাবে বুঝতে হবে।
৩. যেকোনো ধরনের টুলস এবং সফটওয়্যার ব্যবহার করার আগে ‘কেন’ প্রশ্নটি নিজেকে বার বার করতে হবে।
৪. আপনার প্রশ্নটির মধ্যে একটি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কিন্তু সেটি পূর্ণাঙ্গ উদ্দেশ্য নয়, কারণ আপনি উল্লেখ করেছেন কি করতে হবে? কিন্তু কতদিনের মধ্যে করতে হবে সেটি উল্লেখ করেননি। সেই বিষয়টাকে আগে নির্দিষ্ট করে ফেলুন।
৫. ভালো সঙ্গ তৈরি করুন, অনলাইন গ্রুপ তৈরি করুন বা ভালো গ্রুপে যুক্ত হয়ে যান, ইন্ডাস্ট্রিতে যারা সবথেকে এক্সপার্ট তাদেরকে অনুসরণ করা শুরু করে দিন।
৬. অনুশীলন করুন এবং নিজেকে প্রতি সপ্তাহে পর্যালোচনা করুন (কি কি ঠিক করলাম আর কি কি করতে পারলাম না)
শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অসংখ্য পোস্ট আমাদের এই স্কিলস রাইডার প্লাটফর্মে আপনি পেয়ে যাবেন, পোষ্টগুলো রীতিমতো লাখের উপরে পড়া হচ্ছে নিয়মিতভাবে এবং শেয়ার করা হচ্ছে। এটা আমার প্রতি সবার ভালোবাসার কারণে সম্ভব হয়েছে।
ব্যবসা-বাণিজ্য এবং আত্মউন্নয়ন সম্পর্কে নিয়মিত পোস্ট পেতে চাইলে আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারেন এবং আমার পোস্টগুলো ভালো লাগলে সেগুলো শেয়ার করতে পারেন বিভিন্নধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ধন্যবাদান্তে
রাশেদুল ইসলাম (লিডারশিপ ট্রেইনার এবং বিজনেস কনসালট্যান্ট)