নতুন ব্লগিং সাইটে কতদিন পর ইনকাম শুরু হয়?
আপনি যদি অনলাইনে লেখালেখি বা ব্লগিং করে ইনকাম করার কথা চিন্তাভাবনা করছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য একটি আদর্শ পোস্ট হতে চলেছে।
আমরা এই পোষ্টের মাধ্যমে দেখবো যে একটি ব্লগ ওয়েবসাইট থেকে কতপ্রকারে উপার্জন করা যায়?
ব্লগিং ওয়েবসাইট থেকে ইনকামের উপায়:
আমরা সবাই ব্লগিং ওয়েবসাইট শুরু করে থাকি কিন্তু, এখান থেকে কিভাবে অনেক বেশি টাকা ইনকাম করা যায় সে বিষয়টা অনেকেই জানিনা।
আপনার ব্লগিং ওয়েবসাইট থেকে আপনি কোন উপায়ের মাধ্যমে উপার্জন করবেন তার উপরে নির্ভর করছে কতদিন পর আপনি হাতে টাকা পাওয়া শুরু করবেন।
আসলে একটি ব্লগে, টাকাটা কি কারণে আসে তার মানে একেবারে সোজাসাপ্টাভাবে বললে বুঝায় ব্লগিং সাইট থেকে আপনি যে টাকা উপার্জন করবেন সেই টাকার উৎস কি?
আপনাকে একটি চিরসত্য কথা মনে রাখতে হবে, তাহলো আপনি ব্লগিং করুন অথবা বিজনেস করুন, টাকা আসবে কিন্তু কাস্টমারের কারণে।
ব্লগিংয়ের ভাষায় কাস্টমারকে বলা হয় ট্রাফিক, আপনার ব্লগে আপনি যত বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন আপনার ইনকামের মাত্রা তত বৃদ্ধি পেতে থাকবে।
আর এই ট্রাফিক আপনি আপনার ব্লগে নিয়ে আসতে পারেন দুভাবে:
👉 আপনি টাকা খরচ করে নিয়ে আসতে পারেন (পেইড এডভারটাইজিং)
👉 টাকা খরচ ছাড়া নিয়ে আসতে পারেন (অর্গানিক মার্কেটিং)
তাই আপনার ব্লগে এই ট্রাফিক যদি প্রথম একমাস থেকেই আসা শুরু হয়, তাহলে আপনার ইনকাম পরের মাস থেকে আসা শুরু হবে। সেটা কিভাবে সম্ভব তা আমরা এই আর্টিকেলের মাধ্যমে সেটা জানতে পারবো।
নতুন ব্লগ সাইট থেকে ইনকাম:
নতুন ব্লগে যদি আপনি খুব ভালোভাবে ট্রাফিক নিয়ে এসে উপার্জন করতে চান তাহলে আপনাকে তিনটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে।
👉 ভালো কনটেন্ট তৈরি করে আপনার ব্লগে ট্রাফিক নিয়ে আসতে হবে।
👉 ট্রাফিক নিয়ে আসলেই হবেনা, তাদেরকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে।
👉 ধরে রাখা ট্রাফিকগুলোকে দিয়ে কোন না কোন একটা একশন নেওয়াতে হবে।
এই তিনটি কাজ যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন তাহলে আপনার ব্লগ সাইটে প্রথম থেকেই আপনি খুব ভালো পরিমাণ ইনকাম তৈরি করতে পারবেন।
এছাড়াও ইনকামের ব্যাপার-স্যাপার অনেকগুলো বিষয়বস্তুর উপরে নির্ভর করে। সেগুলো আমি নিচে পয়েন্ট আকারে আলোচনা করে দিচ্ছি।
✅ আপনি কোন বিষয়বস্তু নির্বাচন করছেন ব্লগিং এর জন্য?
✅ শুরুতে কিরকম বিনিয়োগ করছেন আপনার ব্লগিং এর জন্য?
✅ আপনার আর্টিকেলে ব্যতিক্রম কি বিষয় থাকবে, যা অন্য কারো কাছে নাই?
✅ আপনার ট্রাফিকের মুভমেন্ট কি রকম? তাঁরা ওয়েবসাইটে কিরকম থাকছে?
✅ ব্লগিং থেকে উপার্জন করার বিভিন্ন ধরনের মডেল রয়েছে, আপনি কোন ধরনের মডেলকে পছন্দ করেছেন?
ইত্যাদি আরো বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনার একটি স্পষ্টতা তৈরি করে নিতে হবে, তা না হলে শুধু কাজই করে যেতে হবে, রেজাল্ট কাঙ্ক্ষিতভাবে পাওয়া যাবে না।
আপনার ব্লগ যদি আস্তে আস্তে সফল হয় তাহলে আপনি নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে উপার্জন করতে পারবেন;
👉 এডভারটাইজিং-এর মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 অ্যাফিলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 স্পন্সর করা বিষয়বস্তু-এর মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 ডিজিটাল পণ্য বিক্রির মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 সদস্যপদ বা সাবস্ক্রিপশন প্রোগ্রামের মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 পরামর্শ বা কোচিং পরিষেবার মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 ওয়েবিনার বা কর্মশালা হোস্টের মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 পণ্য বিক্রি করার মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
👉 ইমেইল মার্কেটিং-এর মাধ্যমে আপনার ব্লগ থেকে উপার্জন করতে পারবেন।
সর্বশেষ একটি বিষয় দিয়ে শেষ করবো তা হল, আপনার ব্লগ থেকে আপনি উপার্জন করতে পারবেন অনেক কিন্তু আপনাকে সবার আগে ট্রাফিক নিয়ে আসতে হবে এবং তাদেরকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে, সেইধরনের গুণগত মানসম্পন্ন কনটেন্টও আপনাকে তৈরি করতে হবে।
ব্লগিং হলো শুধুমাত্র একটি টেকনিক্যাল স্কিল, এই দক্ষতাগুলো দিয়ে কিভাবে বড় বিজনেস তৈরি করতে হয় এবং বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে হয় তার জন্য আপনাকে জানতে হবে বিজনেস স্কিল।
আপনি যদি আপনার বিজনেস স্কিল তৈরি করতে চান; যেমন:
✴️ কিভাবে যেকোন আইডিয়াকে বিজনেসে রূপান্তর করতে হয়?
✴️ কিভাবে প্রথম এক হাজার কাস্টমার নিয়ে আসতে হয়?
✴️ কিভাবে একটি সেরা প্রোডাক্ট তৈরি করতে হয়?
✴️ কিভাবে প্রোডাক্টকে পজিশন করতে হয়?
✴️ কিভাবে একটি ভালো টিম তৈরি করতে হয়?
✴️ কিভাবে Innovation নিয়ে আসতে হয়?
✴️ কিভাবে একটি স্টার্টআপ শুরু করতে হয়?
✴️ কিভাবে মার্কেটে একচেটিয়া ব্যবসা করতে হয়?
✴️ কিভাবে প্রফিটাবল ব্যবসা শুরু করতে হয়? ইত্যাদি
তাহলে আমাদের স্কিলস রাইডার প্ল্যাটফর্ম আপনার জন্য একটি বিশাল সুযোগ নিয়ে এসেছে, এটি একটি লাইফ টাইম মেম্বারশিপ অফার যেখানে আপনি সারা জীবনের জন্য আমাদের সকল ধরনের কনটেন্টের প্রবেশাধিকার পেয়ে যাবেন।
আমি যুক্ত হতে চাই এখানে ক্লিক করলে আপনি অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন +8801316886988 সেখানে আমাদের টিম থেকে আপনাকে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হবে।
আরেকটি বিশেষ সুসংবাদ এবং আপনার জন্য সুযোগ এর একটি অফার দিয়ে শেষ করছি তা হলো আমরা এখানে আপনাকে শুধু বিজনেস স্কিল তৈরি করা শেখাবো না আপনাকে শেখাবো টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল।
ধন্যবাদান্তে 🙏
রাশেদুল ইসলাম, ফাউন্ডার, স্কিলস রাইডার