image

নিজের কর্মক্ষমতা কীভাবে বৃদ্ধি করা সম্ভব? 

 

আপনি যদি আপনার ক্যারিয়ার এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে অত্যধিক চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।   

 

আপনার উন্নতির জন্য আজকের একটি পোস্ট হবে সেরা একটি পোস্ট। আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার জীবনের চরম স্পষ্টতা পেয়ে যাবেন যে কিভাবে আপনি নিজেকে অনেকটা কর্মক্ষম তৈরি করবেন? 

 

আজকের এই পোস্টটির মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার কর্মক্ষমতাই বৃদ্ধি করবেন না, আপনার কাজের গতি এবং দক্ষতাকেও বৃদ্ধি করতে পারবেন। 

 

পোস্টটি একটু বড় হবে, তবে আশা করি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আমি এখানে পাঁচটি ধাপ দেখিয়ে দিব, যেগুলো পুরোপুরি বিজ্ঞানসম্মত ধাপ যা আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য ১০০% সাহায্য করবে।

 

কিভাবে নিজেকে আরো গতিশীল এবং কর্মক্ষম করব? 

 

সবার শুরুতেই আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আসলে আপনি কোন বিষয়ের উপরে আপনার কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে চাচ্ছেন?

 

আমরা ধরে নিলাম আপনি আগামী ৬ মাসের ভিতরে ইংরেজী ভাষা সাবলীলভাবে বলতে চাচ্ছেন।

 

⛳ ধাপ ১: 

 

আপনাকে সবার আগে কারণগুলো খুজে বের করতে হবে যে কেন আপনি এতদিন ইংরেজি ভাষা সাবলীলভাবে বলতে পারছিলেন না?

 

বিভিন্ন কারণ হতে পারে, কারণগুলোকে শনাক্ত করে লিখতে হবে। যখন আপনি লিখা শুরু করবেন তখন আপনার মন এবং বুদ্ধি খুব ভালো কাজ করা শুরু করবে।

 

উদাহরণ:

 

> আমি ভয় পাচ্ছিলাম যে লোকে আমাকে কি বলবে যদি আমি ভুল বলা শুরু করি।

> আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ঠিকই কিন্তু সময় পাচ্ছিলাম না যে কোন সময় প্র্যাকটিস করবো।

> আমি ভালো কোন গাইড লাইন পাচ্ছিলাম না।

 

ইত্যাদি বিভিন্ন প্রকার কারণ হতে পারে, আপনাকে আপনার মত করে আপনার কারণগুলো লিখতে হবে যে কোন সমস্ত কারণ আপনাকে আজ পর্যন্ত বাধা দিচ্ছিল যার কারণে আপনি ইংরেজি ভাষাকে ভালোভাবে বলতে পারছিলেন না।

 

⛳ ধাপ ২: 

 

এক নাম্বার ধাপে যে অসুবিধাগুলো হয়েছিল, এখন আপনি দেখুন কিভাবে সেই সমস্ত অসুবিধাগুলোর উত্তর আপনি খুঁজে পেতে পারেন? 

 

(এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে প্রত্যেকটা নেতিবাচক দিক এর অবশ্যই ইতিবাচক দিক থাকবে, আপনি ভালভাবে করে চিন্তা করুন দেখবেন আপনি এর উত্তর পেয়ে যাবেন)

 

উদাহরণ:

 

> ইউটিউবে আপনি ভালো কয়েকটি চ্যানেল পেয়ে গেলেন যেখানে খুব সহজভাবে ইংরেজি ভাষা শেখাতে পারে।

> আপনি আপনার কর্মঘন্টাগুলোকে ভালোভাবে হিসাব-নিকাশ করে দেখলেন যে আপনি দিনে 3 ঘন্টা সময় বের করে ফেলতে পারবেন।

 

⛳ ধাপ 3: 

 

দ্বিতীয় ধাপে আপনি যেসমস্ত সম্ভাবনাগুলো পেয়ে গেলেন তৃতীয় ধাপে অবশ্যই সেই সম্ভাবনা গুলোর উপরে আপনাকে শক্তিশালী অ্যাকশন নিতে হবে।

 

যেমন:

 

> প্রতিদিন দু'ঘণ্টা করে ভিডিও টিউটোরিয়াল দেখা।

> প্রতিদিন এক ঘন্টা করে প্র্যাকটিস করা।

> বিভিন্ন ধরনের ইংরেজি স্পোকেন গ্রুপগুলোতে যুক্ত হওয়া এবং তাদের সাথে একটি ভাল সম্পর্ক তৈরী করে সেখানে নিয়মিতভাবে চর্চা করা ইত্যাদি।

 

মনে রাখতে হবে আপনি শুধু সম্ভাবনাগুলো (দ্বিতীয় ধাপে) লিখলেই হবে না বা মনে মনে নিজের মধ্যে রেখে দিলে হবেনা, আপনার ভিতরে তখনই পরিবর্তন আসা শুরু হয়ে যাবে যখন আপনি এই তৃতীয় ধাপে সেগুলোর উপরে অ্যাকশন নিতে পারবেন।

 

⛳ ধাপ ৪: 

 

এই ধাপে একশনগুলোকে পরিমাপ করা শিখতে হবে।

 

আর এটাও আপনাকে মনে রাখতে হবে আপনি যদি কোনোকিছুকে পরিমাপ করতে না জানেন, তাহলে আপনি সে জায়গায় উন্নতি করতে পারবে না।

 

যেমন:

 

> দু'ঘণ্টা ভিডিও টিউটোরিয়াল দেখার কথা ছিল, সেখানে আপনি আজ এক ঘন্টা দেখতে পেরেছেন অর্থাৎ আপনি আজকে 50% আপনার কাজ সম্পন্ন করেছেন।

> 1 ঘন্টা প্রাকটিস করার কথা সেখানে আপনি 30 মিনিট প্র্যাকটিস করতে পেরেছেন অর্থাৎ আপনি আজকে 50% আপনার কাজ সম্পন্ন করেছেন।

 

⛳ ধাপ ৫: 

 

পঞ্চম ধাপ এবং শেষ ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যে ফলাফল গুলো পাবেন আপনি সেখান থেকে যেসমস্ত ফলাফলগুলো খারাপ হয়েছে সেগুলোর উপরে আবার পরবর্তী সপ্তাহ থেকে ভালো করার জন্য অ্যাকশন নিতে হবে।

 

প্রতি সপ্তাহে নিজেকে নিয়ে ভালোভাবে পর্যালোচনা করতে হবে। এই ধাপে ভালো ভালো পর্যালোচনাগুলোকে গ্রহণ করবেন এবং খারাপ পর্যালোচনাগুলোর উপরে আবার অ্যাকশন নেওয়া শুরু করবেন।

 

আস্তে আস্তে দেখবেন আপনি আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজের উপরে কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়া শুরু করে দিবে।

 

আপনাকে সিরিয়াল মত ১ নাম্বার ধাপ থেকে ৫ নাম্বার ধাপ পর্যন্ত যেতে হবে এবং অনেকেই ৫ নাম্বার ধাপে এসে নিজেকে পর্যালোচনা করতে চান না, এখানে সবাই অলসতা করা শুরু করে।

 

এভাবে আপনাকে ধাপে ধাপে এগুতে হবে এবং একটা সময় দেখবেন আপনি আপনার কাজের প্রতি অনেক আন্তরিক হয়ে যাবেন এবং আপনার লক্ষ্যের দিকে ঠিকই পৌছাতে পারবেন।

 

সর্বশেষ, আমি এখানে যে ৫টি ধাপ আপনার সাথে আলোচনা করলাম এটি কোন অস্বাভাবিক এবং কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই ৫টি ধাপ ব্যবহার করে আমি নিজেও আমার কাজগুলোকে খুব সুন্দরভাবে বুঝিয়ে ফেলতে পারি এবং কাজের গতি অনেকটা বৃদ্ধি করতে পারি। 

 

আমাদের স্কিলস রাইডার প্ল্যাটফর্ম আপনার জন্য একটি বিশাল সুযোগ নিয়ে এসেছে, এটি একটি লাইফ টাইম মেম্বারশিপ অফার যেখানে আপনি সারা জীবনের জন্য আমাদের সকল ধরনের কনটেন্টের প্রবেশাধিকার পেয়ে যাবেন।  

 

আমি যুক্ত হতে চাই এখানে ক্লিক করলে আপনি অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন +8801316886988 সেখানে আমাদের টিম থেকে আপনাকে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হবে।  

 

আরেকটি বিশেষ সুসংবাদ এবং আপনার জন্য সুযোগ এর একটি অফার দিয়ে শেষ করছি তা হলো আমরা এখানে আপনাকে শুধু বিজনেস স্কিল তৈরি করা শেখাবো না আপনাকে শেখাবো টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল।

 

ধন্যবাদান্তে 🙏

রাশেদুল ইসলাম, ফাউন্ডার, স্কিলস রাইডার