বর্তমানে অনলাইনে আয়ের সবচেয়ে ভালো মাধ্যম কী?
বর্তমান অনলাইনে আয়ের পদ্ধতি হচ্ছে ভাইরাল একটা টপিক, চারিদিকে শুনবেন যে আমি অনলাইনে আয় করছি। এখন আপনার মনের মধ্যেও একটি প্রশ্ন জাগা শুরু হবে আমি কিভাবে অনলাইনে আয়-রোজগার শুরু করতে পারি?
আপনি যদি এ ধরনের কোন বিষয় খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এবং আপনি আজকের এই ব্লগের মাধ্যমে একদম মূল বিষয়টি বুঝে ফেলতে পারবেন যে আপনাকে কোন ডাইরেকশনে এগোতে হবে?
আমাদের এই প্লাটফর্মে আপনি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা হবে আপনার ভিতরে ব্যবসা-বাণিজ্য, ক্যারিয়ার এবং আত্ম উন্নয়ন সম্পর্কে চরম আকারে স্পষ্টতা এবং শক্তি প্রদান করা।
তাহলে আজকের আমাদের এই ব্লগ পোষ্টের মাধ্যমে, জেনে নেওয়া যাক যে বর্তমানে অনলাইনে আয়ের সবচেয়ে ভালো মাধ্যম কী?
বাড়িতে বসে অনলাইনে কাজ:
বাড়িতে বসে অনলাইনে কাজ করে ইনকাম করার জন্য আমাদেরকে মূল যে বিষয়টি বুঝতে হবে তা হল, মূলত আমরা কতভাবে ইনকাম করতে পারি?
একদম পরিষ্কারভাবে বললে, অনলাইনে আয়ের মাধ্যম হলো শুধুমাত্র দুটি:
(১) কারো অধিনে চাকরি করে আয় করা।
(২) নিজেই অনলাইনে ব্যাবসা করে আয় করা।
আমরা ধরে নিলাম আপনার গ্রাফিক্স ডিজাইনের উপর ভাল দক্ষতা আছে। যেমনঃ
✅ আপনি ভাল টেম্পলেট ডিজাইন করতে পারেন।
✅ আপনি খুব ভাল লোগো ডিজাইন করতে পারেন।
✅ আপনি খুব সুন্দর আইকন তৈরি করতে পারে।
✅ আপনি অনেক সুন্দর ক্যারেটের ডিজাইন করতে পারেন ইত্যাদি।
তাহলে আপনি আপনার এই দক্ষতার উপর দেশি কিংবা বিদেশি কোম্পানির নিকট চাকরি করতে পারেন আর এখন অনকে কোম্পানি ঘরে বসে চাকরির সুযোগে দিচ্ছে।
Fiverr, Upwork, Toptal , Flexjobs, Guru , ফ্রিল্যান্সার ডট কম , Behance, 99designs, Dribbble ইত্যাদি মার্কেটপ্লেস গুলোতে আপনি চাকরি করতে পারেন। এছাড়াও এই মার্কেটপ্লেসগুলোতে আপনি মুক্ত পেশা মানে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারেন।
আবার আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের স্কিলগুলো দিয়ে শুরুতে ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করে দিতে পারেন তারপর আস্তে-ধীরে আপনার এই ব্যাবসা টিকে স্টার্টআপ এ পরিনত করতে পারেন। স্টার্টআপ হলো মূলত একটি ছোট ব্যবসাকে ধীরে ধীরে বড় করার পদ্ধতি।
আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতার উদাহরন দিয়েছি তাই আমি গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কিছু প্রোডাক্টের উদাহরন দিচ্ছি যে গুলো শুরু করা যেতে পারে।
Typography, Mockups, Landing Pages, Backgrounds, UX and UI tools, Templates, Icons, Vectors, Surface Patterns ইত্যাদি এগুলো বর্তমান খুবই জনপ্রিয় এবং হাই ডিমান্ডেবল গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতা।
এগুলোর যেকোন একটিতে খুব ভালো দক্ষতা তৈরি করতে পারলে আপনি ব্যবসায় অনেক ভাল সম্ভাবনা তৈরী করতে পারবেন। এখন আপনার মনে আরেকটি প্রশ্ন উদয় হতে পারে যা বর্তমান সময়ে খুব মানুষজন এটাকে নিয়ে কাটাছেঁড়া করছে তা হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে অনেক মানুষের চাকরি চলে যাবে?
এই বিষয়টি একটু পরিষ্কার করে দেই, সেটি হল; ‘এ আই’ আপনার চাকরি তখনই, খাবে যখন আপনি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করবেন না অর্থাৎ আপনাকে টুকটাক ‘এ আই’ বুঝতে হবে এবং শিখতে হবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে অনেক মানুষের চাকরি চলে যাবে না, বরঞ্চ চাকরির আরো নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।
এবার ফিরে যাই মূল টপিকে, এছাড়া আপনি এই গ্রাফিক্স ডিজাইনের স্কিলটা নিজে খুব ভালো করে শিখলেন তারপর অন্য আরো সবাইকে এই স্কিলটা শেখানোর মাধ্যমে ভালো বিজনেস করতে পারবেন এবং এই বিজনেসটা এখন খুবই জনপ্রিয় তা সহজেই শুরু করা যায়, অল্প কিছু টাকা বিনিয়োগ করার মাধ্যমে।
কিন্তু অবশ্যই আপনাকে বিজনেস করতে গেলে বিজনেস এর কিছু বেসিক এবং ফান্ডামেনটাল নলেজ রাখতেই হবে, যা আপনাকে অনেক সাহায্য করবে যেকোনো ধরনের ব্যর্থতা থেকে রক্ষা করার জন্য।
এইবার কেউ যদি আপনাকে বলে, তুমি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে পার, তুমি ব্লগিং করতে আয় করতে পার, কন্টেন লিখে আয় করতে পার, ওয়েবসাইট ডিজাইন করে আয় করতে পার ইতাদি আর অনেক কিছু। এগুলো সব ঐ উপরের দুটো ভাগের মধ্যেই পড়বে এক হচ্ছে কারও অধীনে চাকরী করা দ্বিতীয়ত হচ্ছে নিজেই ব্যবসা শুরু করা।
আমি জানি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, সেজন্যই আমাদের এই পোষ্টের নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনার মূল্যবান প্রশ্নগুলো করে ফেলুন আমি সেইগুলোর উপর ভিত্তি করে নতুন নতুন পোস্ট তৈরি করে আমাদের স্কিলস রাইডারের এই প্লাটফর্মে পাবলিশ করে যাব।
এছাড়া আমি আপনাদের জন্য একটি বিশাল সুযোগ নিয়ে এসেছি লাইফ টাইম মেম্বারশীপ অর্থাৎ আপনি আমাদের সাথে সারাজীবন যুক্ত হতে পারবেন এবং এখানকার সকল কন্টেনগুলো সারা জীবন ব্যবহার করতে পারবেন।
এখানে আপনি তিন ধরনের দক্ষতার উপর নিয়মিত অনলাইন কোর্স, সেমিনার, ই-বুক, সহ সকল প্রকার কনটেন্ট পেয়ে যাবেন। আমাদের এই লাইফ টাইম মেম্বারশিপ অফারটি খুবই সীমিত সময়ের জন্য।
আমি যুক্ত হতে চাই এখানে ক্লিক করলে আপনি অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন +8801316886988 সেখানে আমাদের টিম থেকে আপনাকে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হবে।
আরেকটি বিশেষ সুসংবাদ এবং আপনার জন্য সুযোগ এর একটি অফার দিয়ে শেষ করছি তা হলো আমরা এখানে আপনাকে শুধু বিজনেস স্কিল তৈরি করা শেখাবো না আপনাকে শেখাবো টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল।
ধন্যবাদ 🙏
রাশেদুল ইসলাম, লীডারশীপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট