বর্তমানে লাভজনক ব্যবসা কী?
ব্যবসা-বাণিজ্য সম্পর্কে সবথেকে চাহিদা সম্পন্ন একটি প্রশ্ন হচ্ছে বর্তমান সব থেকে লাভজনক ব্যবসা কি? আপনার যদি এই ধরনের কোন প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটি সঠিক বিজনেস লার্নিং প্ল্যাটফর্মে এসেছেন, এখান থেকে আপনি সবথেকে সহজ ভাষায় আপনার উত্তরটি পেয়ে যাবেন।
এক কথায় যদি বলা যায় একটি ব্যবসার অন্যতম উদ্দেশ্য কি? তা হল মুনাফা তৈরি করা। এরপরে ব্যবসার সকল উদ্দেশ্যর দিকে নজর দেওয়া হয়। যেমন:
👉 ব্যবসার মধ্যে মুনাফার মার্জিন বেশি করা।
👉 ব্যবসার মধ্যে সুনিশ্চিত ক্যাশ রাখা।
👉 ব্যবসাকে নতুন নতুন বাজারে প্রবেশ করানো।
👉 ব্যবসার মধ্যে শক্তিশালী ব্র্যান্ড তৈরি করা।
👉 ব্যবসায় নতুন কাস্টমার নিয়ে আসা।
👉 ব্যবসায় পুরাতন কাস্টমারদের সন্তুষ্ট রাখা। ইত্যাদি
ইত্যাদি বলে শেষ করতে হলো, কারণ এরকম হাজার হাজার ছোট, বড় ও মাঝারি উদ্দেশ্য থাকে একটি ব্যবসার জন্য।
তাই এর পরিপেক্ষিতে আমরা সবাই একটি লাভজনক ব্যবসার সন্ধান খুঁজে থাকি, কারণ কেউ তার টাকা ডুবাতে চায় না এছাড়া সবাই তার ক্যারিয়ারে সফল হতে চায়।
বর্তমান লাভজনক ব্যবসা
এই পোস্টের মাধ্যমে আমি কয়েকটি লাভজনক ব্যবসার তালিকা প্রদান করব, কিন্তু তার আগে আপনাকে একটি মৌলিক বিষয় বুঝতে হবে।
আপনি যেকোন ইন্ডাস্ট্রিতে যেকোন পণ্য নিয়ে লাভজনক ব্যবসা তৈরি করাতে পারবেন কিন্তু আপনাকে সেই মৌলিক বিষয়টি জানতে হবে।
দুটি প্রশ্নের উত্তর যদি আপনি সমাধান করতে পারেন তাহলে যেকোনো ব্যবসায় আপনি লাভ করতে পারবেন।
১) আমার কাস্টমারের এমন কি সমস্যা আছে যে সমস্যাটা সে নিজে সমাধান করতে পারছে না?
২) আমি এমন কি সমাধান নিয়ে আসতে পারি যা কাস্টমার সহজেই আমার কাছ থেকে গ্রহণ করবে?
এ দুটি প্রশ্ন কোন সাধারণ প্রশ্ন নয়, এ দুটো প্রশ্ন আপনাকে ব্যবসার জন্য অফুরন্ত সুযোগ তৈরি করে দিবে। নিচে আমি কয়েকটি উদাহরণ হিসেবে দিয়ে দিলাম। আপনি যেই ব্যবসা করুন না কেন আপনাকে এ দুটো প্রশ্নের উত্তর সমাধান করে নিয়ে আসতেই হবে, তা না হলে আপনার ব্যবসা টেকসই এবং লাভজনক হবে না।
আর আমরা যেহেতু একটি লাভজনক ব্যবসার খোঁজে রয়েছি, তাই লাভজনক ব্যবসার তালিকাগুলো দেখার আগে মৌলিক এই বিষয়ে দুটি বোঝা অতি আবশ্যক।
⏩ আপনাকে প্রতিযোগীর থেকে আগায় রাখবে।
⏩ আপনার ব্যাবসায় ১০০% প্রফিট সুনিশ্চিত থাকবে।
⏩ আপনার কাস্টমার আপনার প্রতি আনুগত্য থাকবে।
⏩ আপনার ব্রান্ড ইকুইটি অনেক বাড়বে।
⏩ আপনার ব্যাবসার ম্যানপাওয়ার সন্তুষ্ট থাকবে।
⏩ আপনার রিটার্ন অন ইনভেস্ট বেশি থাকবে।
⏩ আপনার ইনভেন্টরি টারনওভার বেশি থাকবে।
⏩ আর্থিক প্রতিষ্ঠান থেকে ভাল সুযোগ সুবিধা পাবেন। ইত্যাদি আর বিভিন্ন প্রকার সুবিধা আপনি পাবেন।
অল্প টাকায় লাভজনক ব্যবসা কি কি?
একদম অল্প টাকায় ব্যবসা করতে গেলে আপনাকে ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস দিয়ে শুরু করতে পারেন কারন এখানে অনেক কম টাকা লাগে এবং একবারই আপনি খুব তাড়াতাড়ি ভালো পরিমাণ গ্রাহক আকর্ষণ করতে পারবেন।
কম টাকার অর্থটা বুঝিয়ে দিচ্ছি;
ব্যবসার জন্য দু ধরনের খরচ খুবই গুরুত্বপূর্ণ:
(i) চলতি মূলধন (ব্যবসাকে নিয়মিতভাবে চালাতে যে খরচ করতে হয়)
(ii) স্থায়ী মূলধন (ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য যে খরচ করতে হয়)
আর এই ডিজিটাল পণ্যের ব্যবসায় আপনি দেশের চাহিদা পূরণ করে ইন্টারন্যাশনাল ভাবে আপনার ব্যাবসাকে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি প্রসারিত করতে পারবেন।
উদাহরন হিসাবে -
⏩ গ্রাফিক্স ডিজাইন
⏩ এনিমেশন ডিজাইন
⏩ ভিডিও প্রোডাকশন
⏩ ফটোগ্রাফি
⏩ ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
⏩ আর্টিকেল এবং ইনফোগ্রাফিক্স
⏩ সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্ট
⏩ ই-বুক
⏩ ডাউনলোড করা যায় এমন মিউজিক
⏩ স্ট্রিমিং মিডিয়া
⏩ ভিডিও টিউটোরিয়াল
⏩ অনলাইন গেমস
⏩ মোবাইল অ্যাপস
⏩ ইন্টারনেট কুপন এবং ইলেকট্রনিক টিকিট
⏩ ডিজিটাল Marketing & Selling
ইত্যাদি আরো অনেক ডিজিটাল পণ্যের বিজনেস আছে। ছাড়া আপনি যেকোন ফিজিক্যাল পণ্যের ব্যবসা করতে পারেন কিন্তু সেখানে অবশ্যই টেকনোলজিকে যুক্ত করতেই হবে কারণ টেকনোলজি হচ্ছে সামনের ভবিষ্যৎ।
উদহারণ হিসাবে, এখন আপনি যদি টি শার্ট এর বিজনেস করেন তাহলে সেখানে আপনাকে টেকনোলজি যুক্ত করতে হবে কারণ টেকনোলজি হচ্ছে এমন একটি মাধ্যম যা আপনার খরচ কমাবে ১০ গুণ প্রফিট বাড়াবে ৫০গুন।
টেকনোলজিকে নিয়ে চিন্তিত হওয়ার কোন দরকার নেই কারণ টেকনোলজির ভেন্ডরই আপনাকে খুব ভালোভাবে টেকনোলজি বুঝায় দিবে।
ব্যাবসায়িক পরামর্শ, উদ্যোক্তা পরামর্শ, ছোট ব্যবসা, অল্প পুঁজি, বিনিয়োগ, ক্যারিয়ার ইত্যাদি সংক্রান্ত পোস্টগুলো এখন থেকে আপনারা স্কিলস রাইডারের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন।
ব্যবসা-বাণিজ্যের বিষয়গুলোকে খুব সহজভাবে তুলে ধরা হলে আমাদের অন্যতম দায়িত্ব। আমরা আন্তরিকভাবে কামনা করছি এই বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করে ফেলুন।
আপনি যদি আপনার বিজনেস স্কিল তৈরি করতে চান; যেমন:
✴️ কিভাবে প্রথম এক হাজার কাস্টমার নিয়ে আসতে হয়?
✴️ কিভাবে একটি সেরা প্রোডাক্ট তৈরি করতে হয়?
✴️ কিভাবে প্রোডাক্টকে পজিশন করতে হয়?
✴️ কিভাবে একটি ভালো টিম তৈরি করতে হয়?
✴️ কিভাবে Inovation নিয়ে আসতে হয়?
✴️ কিভাবে একটি স্টার্টআপ শুরু করতে হয়?
✴️ কিভাবে মার্কেটে একচেটিয়া ব্যবসা করতে হয়?
✴️ কিভাবে প্রফিটাবল ব্যবসা শুরু করতে হয়? ইত্যাদি
তাহলে আমাদের স্কিলস রাইডার প্ল্যাটফর্ম আপনার জন্য একটি বিশাল সুযোগ নিয়ে এসেছে, এটি একটি লাইফ টাইম মেম্বারশিপ অফার যেখানে আপনি সারা জীবনের জন্য আমাদের সকল ধরনের কনটেন্টের প্রবেশাধিকার পেয়ে যাবেন।
আমি যুক্ত হতে চাই এখানে ক্লিক করলে আপনি অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন +8801316886988 সেখানে আমাদের টিম থেকে আপনাকে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হবে।
আরেকটি বিশেষ সুসংবাদ এবং আপনার জন্য সুযোগ এর একটি অফার দিয়ে শেষ করছি তা হলো আমরা এখানে আপনাকে শুধু বিজনেস স্কিল তৈরি করা শেখাবো না আপনাকে শেখাবো টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল।
ধন্যবাদ
রাশেদুল ইসলাম, লিডারশিপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট