image

বাংলাদেশে কোন ব্যবসাগুলো এখন খুব জনপ্রিয়?

 

আপনার যদি ব্যবসা-বাণিজ্য সম্পর্কে প্রচন্ড আগ্রহ থেকে থাকে এবং আপনি যদি ব্যবসা-বাণিজ্যে ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনি একেবারে সঠিক প্লাটফর্মে এসেছেন এবং আপনাকে স্বাগতম।  

 

ব্যবসা-বাণিজ্য সম্পর্কে বাংলা কন্টেন্টের সব থেকে বড় একটি প্ল্যাটফর্ম হতে চলেছে আমাদের এই স্কিলস রাইডার প্ল্যাটফর্ম। এখানে আপনি ব্যবসা-বাণিজ্য, আত্মউন্নয়ন এবং বিনিয়োগ সংক্রান্ত অসংখ্য পোস্ট ফ্রি-তে পেয়ে যাবেন।  

 

বাংলাদেশে কোন ব্যবসাগুলো খুব জনপ্রিয় এবং ভবিষ্যতে আরো বেশি জনপ্রিয় হবে সে সম্পর্কে যদি আপনি স্পষ্ট ধারণা পেতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য একটি উপযুক্ত পোস্ট হবে বলে আমি মনে করছি।    

 

ছোট করে একটি ইন্ট্রো দিয়ে দিলাম, চলুন এবার পোস্টটি শুরু করা যাক।  

 

বাংলাদেশের জনপ্রিয় ব্যবসা-বাণিজ্য সমূহ: 

 

স্টার্টআপ: 

 

এটি হলো একটি জনপ্রিয় বিজনেস সিস্টেম, যা বাংলাদেশের কালচারে নতুন শুরু হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে সনাতনী পদ্ধতির ব্যবসাগুলো রাজত্ব করে আসছে, কিন্তু এখন যুগ পাল্টে নতুন সূচনা শুরু হয়েছে এই স্টার্টআপ কোম্পানিগুলোর।  

 

স্টার্টআপ কি: 

 

এটি হল এমন একটি ব্যবসা যে ব্যবসাটি আগে শুরু হয়নি, একদম নতুন করে টেকনোলজির সাহায্য নিয়ে বিপুল সংখ্যক কাস্টমারকে সেবা দেওয়ার উদ্দেশ্যে শুরু হয়ে থাকে।  এটিকে বলা হয় স্টার্টআপ কোম্পানি।  

 

বাংলাদেশে বিকাশ, নগদ, ট্রাক লাগবে, শপ আপ, বিডি জবস, বিক্রয় ডট কম ইত্যাদি হলো স্টার্টআপ কোম্পানি ।  

 

এইধরনের ব্যবসাগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং ভবিষ্যতে এগুলোর চাহিদা অনেক বৃদ্ধি পাবে।  

 

এছাড়া আরো যেসমস্ত ব্যবসাগুলোর চাহিদা ভবিষ্যতে বৃদ্ধি পাবে সেগুলো হলঃ

 

দুটো ইন্ডাস্ট্রি খুবই জনপ্রিয়, এই দুটো ইন্ডাস্ট্রি শুধু আগামী ১০-১৫ বছর এবং মানব সভ্যতা যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত জনপ্রিয় থাকবে।

 

👉 হেলথ ইন্ডাস্ট্রি

👉 ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রি

 

এই দুটো ইন্ডাস্ট্রির ভিতরে আরও অসংখ্য ছোট ছোট ব্যবসা রয়েছে যেগুলো বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং আগামী ১০ থেকে ১৫ বছরে আরো জনপ্রিয় হবে।

 

যেমন: হেলথ ইন্ডাস্ট্রির ভিতরে কিছু ছোট ছোট ব্যবসা হচ্ছে -

 

> ফিটনেস এক্সেসরিজ

> জিমনেসিয়াম

> অর্গানিক ফুডস

> ক্লাউড কিচেন

> কুইক সার্ভিস রেস্টুরেন্ট

> মেডিকেল এবং মেডিসিন

> ফিটনেস ট্রেনিং অ্যাট হোম ইত্যাদি

 

যেমন: ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রির ভিতরে কিছু ছোট ছোট ব্যবসা হচ্ছে-

 

> অ্যাডভান্স POS সিস্টেম

> মাইক্রো ফাইন্যান্স

> ক্রাউডফান্ডিং প্লাটফর্মস

> মোবাইল পেমেন্টস

> পেমেন্ট গেটওয়ে

> ক্রেডিট কার্ড

> মর্টগেজ ইত্যাদি

 

আর এই দুটো ইন্ডাস্ট্রির যেকোনো বিজনেসকে আপনি যদি শক্তিশালীভাবে দীর্ঘদিনের জন্য পরিচালনা করতে চান তাহলে টেকনোলজিকে যুক্ত করতে হবে।

 

টেকনোলজির প্রভাব অনেক বেশি থাকবে। টেকনোলজি আপনাকে বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক টেকনোলজি আপনাকে ব্যবহার করতে হবে।

 

এই দুটো ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে নিরাপদ ইন্ডাস্ট্রি। আপনার যদি ভালো বিজনেস স্কিল  থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই দুটো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন এবং সমাজের অনেক উপকার করতে পারবেন।

 

পোস্টটি এখানে শেষ করা হচ্ছে। ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আরো অসংখ্য পোষ্ট নিয়মিত আমাদের এই প্লাটফর্মে পাবলিশ করা হবে।  

আপনি যদি আপনার বিজনেস স্কিল তৈরি করতে চান; যেমন: 

✴️ কিভাবে প্রথম এক হাজার কাস্টমার নিয়ে আসতে হয়? 

✴️ কিভাবে একটি সেরা প্রোডাক্ট তৈরি করতে হয়? 

✴️ কিভাবে প্রোডাক্টকে পজিশন করতে হয়?

✴️ কিভাবে একটি ভালো টিম তৈরি করতে হয়? 

✴️ কিভাবে Innovation নিয়ে আসতে হয়?

✴️ কিভাবে একটি স্টার্টআপ শুরু করতে হয়? 

✴️ কিভাবে মার্কেটে একচেটিয়া ব্যবসা করতে হয়? 

✴️ কিভাবে প্রফিটাবল ব্যবসা শুরু করতে হয়? ইত্যাদি

 

তাহলে আমাদের স্কিলস রাইডার প্ল্যাটফর্ম আপনার জন্য একটি বিশাল সুযোগ নিয়ে এসেছে, এটি একটি লাইফ টাইম মেম্বারশিপ অফার যেখানে আপনি সারা জীবনের জন্য আমাদের সকল ধরনের কনটেন্টের প্রবেশাধিকার পেয়ে যাবেন।  

 

আমি যুক্ত হতে চাই এখানে ক্লিক করলে আপনি অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন +8801316886988 সেখানে আমাদের টিম থেকে আপনাকে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হবে।  

 

আরেকটি বিশেষ সুসংবাদ এবং আপনার জন্য সুযোগ এর একটি অফার দিয়ে শেষ করছি তা হলো আমরা এখানে আপনাকে শুধু বিজনেস স্কিল তৈরি করা শেখাবো না, আপনাকে শেখাবো টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল।

 

ধন্যবাদ

রাশেদুল ইসলাম , ফাউন্ডার, স্কিলস রাইডার