ভবিষ্যতে আইটি সম্পর্কিত কোন ব্যবসাগুলো ভালো করবে?
আইটিতে যদি আপনার ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে বা আইটিতে যদি আপনি বিজনেস করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি পোস্ট হবে।
আজকের পোস্টটি থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আগামী ১০ থেকে ১৫ বছর কোন ইনফরমেশন টেকনোলজির বিজনেসগুলো রাজত্ব করবে। আর যে বিজনেসগুলোতে বেশি অর্থবিনিয়োগ করা হবে সেখানে কিন্তু ক্যারিয়ারের একটি ভালো সুযোগ তৈরি হবে।
আইটি ব্যবসা কি:
খুব সহজ ভাষায় বললে যখন একজন উদ্যোক্তা ইনফরমেশন টেকনোলজির ব্যবসায় যুক্ত হয়, তাকে আইটি ব্যবসা বলা হয়ে থাকে।
আইটি ব্যবসাতে একটি জিনিস খুব পরিচিত তা হল, ইনোভেশন। ইনোভেশন বলতে খুব সোজা ভাষায় বলবো যে আপনাকে টেকনোলজি দিয়ে ভিন্নরকম কিছু করে দেখাতে হবে।
আমি একটি ব্যতিক্রম উদাহরণ দিচ্ছি আপনার কাছে হয়তোবা অবাক লাগবে:
আজ থেকে প্রায় ২২ বছর আগে, পৃথিবীর বিশ্ব বিখ্যাত ই-কমার্স কোম্পানি অ্যামাজন একটি ইনোভেশন করেছিল তাদের পেমেন্ট settings এ।
আমি খুব সাধারণভাবে ইনোভেশনটিকে আপনাদের সামনে তুলে ধরছি, অ্যামাজন দেখছিল তার কাস্টমাররা যখন বারবার তার কাছ থেকে অনলাইনে পণ্য এবং সেবা গ্রহণ করছিল তখন প্রতিবার কাস্টমারদেরকে অনলাইন ট্রানজেকশন করার জন্য তাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডকে এবং বেসিক ইনফরমেশন গুলোকে বারবার পূরণ করতে হচ্ছিল।
এই বিষয়ের উপর অ্যামাজন এমন একটি ইনোভেশন নিয়ে এসেছিল যে কাস্টমার একবার যদি তার ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করে তাহলে পরবর্তীতে ওই কাস্টমারকে আবার নতুন করে তথ্য দিতে হবে না, সে সরাসরি Add to cart থেকে পেমেন্ট পেজে পৌঁছে যাবে।
যারা ই-কমার্স এবং আইটি নিয়ে কাজ করে তারাই বিষয়টি একটু হলেও বুঝতে পেরেছেন এবং যারা ই-কমার্সে নিয়মিতভাবে কেনাকাটা করেন আপনারাও বিষয়টি বুঝে গিয়েছেন।
অ্যামাজনের এই ইনোভেশনটি তাকে তার ব্যবসায় অনেক সাহায্য করেছিল। পরবর্তীতে এখন সকল ধরনের প্রতিষ্ঠান এই ইনোভেশনকে পেমেন্ট সেটিং এর সাথে যুক্ত করছেন।
এটি ছিল খুব ছোট একটি ইনোভেশন। আপনি যদি এধরনের ছোট ছোট ইনোভেশন করতে পারেন আইটিতে তাহলে আপনার ব্যবসা খুবই ভালো এবং সম্ভাবনাময় একটি ব্যবসায় রূপান্তর হবে।
সবথেকে জনপ্রিয় আইটি ব্যবসাগুলো কি কি হবে?
আইটি সম্পর্কিত ব্যবসাগুলোতে প্রতিদিন নানান ধরনের ইনোভেশন হচ্ছে এমনকি গুগল এবং ফেসবুকের মত কোম্পানিগুলো প্রতিদিন ইনোভেশন তৈরি করে চলছে।
যেমন একসময় ইমেইল অনেক জনপ্রিয় ছিল, তারপর আসলো সোশ্যাল মিডিয়া। এখন মেসেজিং সার্ভিস, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে।
ভবিষ্যতে আইটি সম্পর্কিত ঐ সমস্ত ব্যবসা অনেক ভাল করবে যেসমস্ত ব্যবসা তাদের কনজ্যুমার এর গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর প্রতি মনোযোগ দিয়ে প্রোডাক্টের প্রতি পুরোপুরি ফোকাস করবে।
শুধুমাত্র ফোকাস করলে চলবে না, নিয়মিত ইমপ্রুভমেন্ট সাইকেল তৈরি করতে হবে যা তাদের কাস্টমার খুব বেশি পছন্দ করে সেগুলোর উপরে।
কিছু আইটি সংক্রান্ত ব্যবসা নিয়মিতভাবে ভালো করে যাবে, যেগুলোতে ঠিকঠাক ম্যানেজমেন্ট এবং প্রডাক্ট ইনোভেশন করতে পারলে সারাজীবন ভালো ব্যবসা করে যেতে পারবে যেমন:
(১) আইটি কনসাল্টিং বিজনেস
(২) ক্লাউড কম্পিউটিং বিজনেস
(৩) ইন্টার্নেট অফ থিংস
(৪) ডাটা সায়েন্স এবং ডাটা এনালাইটিক্স
(৫) ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং ই কমার্স
(৬) মোবাইল ওয়ালেট পেমেন্ট সলিউশন
(৭) বায়োমেট্রিক সেন্সর কোম্পানি
(৮) হেলথ রেকর্ড ডিজিটালাইজেশনের
(৯) P2P ল্যান্ডিং বিজনেস
(১০) ম্যাশিন লার্নিং এবং
(১১) থ্রিডি প্রিন্টিং
এখানে আপনাদেরকে কিছু তালিকা দিয়ে দেওয়া হলো। যেগুলো হয়তোবা নিকট ভবিষ্যতে ভালো কিছু করবে না কিন্তু অদূর ভবিষ্যতে বিশাল বড় সম্ভাবনা তৈরি হবে।
তবে আইটিতে ব্যবসা-বাণিজ্য করতে হলে কমপক্ষে পাঁচ থেকে দশ বছর আগের কথা চিন্তা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এমন বিনিয়োগকারীকে জানি, যিনি ১০ বছর পরে কিভাবে অর্থ উপার্জন করবেন সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে থাকেন।
আইটি একটি ইনোভেশন জগত তাই আপনাকে এই ব্যবসায় জড়িত হতে হলে অবশ্যই প্রতিনিয়ত নতুন কিছু না কিছু অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
কারণ এই সেক্টরে খুব সহজেই নতুন নতুন আবিষ্কার এবং কাস্টমারের জার্নিকে সহজ করার জন্য নিত্যনতুন অনেক ইনোভেশন হয়ে থাকে। সোজা ভাষায় বলতে গেলে ছয় মাস পরে কি হবে তা অনেকেই বুঝে উঠতে পারেন না।
কিন্তু আপনার যদি নিয়মিত শেখার অভ্যাস থাকে তাহলে আপনি এই সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবেন।
আইটি হলো একটা টেকনিক্যাল স্কিল, এই দক্ষতার পাশাপাশি আপনি যদি ভালো বিজনেস স্কিল শিখতে চান তাহলে আমাদের প্ল্যাটফর্ম একটি বিশেষ অফার নিয়ে এসেছি।
আমি অফারটি সম্পর্কে জানতে চাই এখানে ক্লিক করলেই আপনি বিস্তারিত জানতে পারবেন।
আমি আশা করবো আমার এই পোস্টটি আপনার ভালো লেগেছে। এইধরনের পোস্ট পেতে এবং যদি আপনার কোন মূল্যবান কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে রাখবেন।
ধন্যবাদ
রাশেদুল ইসলাম, ফাউন্ডার, স্কিলস রাইডার