মানুষের জ্ঞান কিভাবে বাড়ে?
আপনি প্রায় একটি কথা বলতে শুনবেন যে লোকটির জ্ঞান অনেক বেশি। মানুষের ভিতরে এই জ্ঞানগুলো আসলে কিভাবে বৃদ্ধি পায়? এরকম প্রশ্ন যদি আপনার মনে তৈরি হয়ে থাকে তাহলে আজকের পোষ্টের মাধ্যমে আপনি একটি ভালো সমাধান পেয়ে যাবেন।
জ্ঞান বাড়ার পদ্ধতি কি?
আমরা এখানে একটি লজিক্যাল দৃষ্টিভঙ্গি দেখব যার মাধ্যমে আসলে আমাদের ভিতরে জ্ঞান বৃদ্ধি পেতে থাকে, এই বিষয়টি অবশ্য জ্ঞান বাড়ার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় পুরো পৃথিবীতে যে কোন কিছু বৃদ্ধি এবং কমার পিছনে এই যুক্তিটি প্রযোজ্য।
আমি বলতে চাচ্ছি জ্ঞান বাড়ার জন্য যদি এই যুক্তি কাজে লাগতে পারে তাহলে আপনার জ্ঞান কমে যাওয়ার পেছনেও এই যুক্তি বিপরীতভাবে কাজের লাগে।
এখানে কি কি বিষয় জড়িত তা হল; আপনাকে ইনপুট এবং আউটপুট এর ব্যাপারটা বুঝতে হবে এবং কম্পাউন্ড ইফেক্ট বা চক্রবৃদ্ধির প্রভাব নামে আরেকটি বিষয় আছে সেটিও বুঝতে হবে।
ইনপুট অর্থাৎ আমরা যা কিছু শিখতে চাই সেই বিষয়গুলো আমাদের মনের মধ্যে প্রবেশ করতে থাকে এবং যদি আমরা সেই বিষয়ের উপরে আগ্রহী হয়ে আরও গভীর কিছু জানতে চাই তাহলে সেখানে চক্রবৃদ্ধির প্রভাব এর সাহায্যে জ্ঞান বৃদ্ধি পেতেই থাকে।
উদাহরণ হিসেবে আপনি যদি আত্মউন্নয়ন বিষয়ক বই পড়া শুরু করেন, তাহলে প্রথম তিন মাস হয়তোবা আপনি ২০টা বই পড়ে শেষ করলেন। এটা হচ্ছে ইনপুট হিসাবে বইয়ের কনটেন্টগুলো আপনার মনের মধ্যে প্রবেশ শুরু করবে অর্থাৎ আপনার জ্ঞান আপনার মনের মধ্যে প্রবেশ করছে, এবার কম্পাউন্ড ইফেক্ট এর মাধ্যমে এটা বৃদ্ধি পেতে থাকবে।
যেমনটি হয় ১+২+৪+৮+১৬+৩২+৬৪+১২৮+২৬৫+৫১২+১০২৪+ - - - - - - - - - - - - - - অসীম
আত্ম উন্নয়ন বিষয়ক এমন এমন কিছু বিষয় থাকবে যা আপনার জ্ঞানের ভান্ডার কে পাহাড় সমতুল্য করে তুলবো অর্থাৎ চক্রবৃদ্ধির প্রবৃদ্ধি ঘটবে।
কিন্তু বিষয়টি তখনই হবে যখন আপনি নিয়মিত ভাবে এই জ্ঞানচর্চা করতেই থাকবে অর্থাৎ আজকে আপনি বই পড়া শুরু করলেন এবং আগামী তিন সপ্তাহ সেটাকে নিয়মিত করলেন না তাহলে সে ক্ষেত্রে এভাবে চক্রবৃদ্ধির জ্ঞান অর্জন কাজ করবে না।
একটি জিমনেসিয়ামে গিয়ে যখন আপনি আপনার বডি বিল্ডিং করার চেষ্টা করবেন, একই যুক্তিতে আপনার শরীর তৈরি হওয়া শুরু হবে।
ইনপুট আউটপুট এবং চক্রবৃদ্ধির এই পদ্ধতি শুধুমাত্র জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য না, মানব জীবনের যেকোনো কিছুর সাথেই প্রযোজ্য।
এই চক্রবৃদ্ধির প্রবৃদ্ধির কলাকৌশলটিকে ব্যবহার করে আপনি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার উন্নতি সাধন করতে পারবেন।
থিওরিটিক্যাল ফিজিসিস্ট আলবার্ট আইনস্টাইনের বলেছেন “কম্পাউন্ড ইফেক্ট হলো অষ্টম আশ্চর্য”
আমি ব্যক্তিগতভাবে এই কম্পাউন্ড ইফেক্টকে অনেক শক্তিশালী একটি ইফেক্ট মনে করি আর এই ইফেক্ট এর কারণে আমি আমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করতে পেরেছি।
ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাদের স্কিলস রাইডারের লাইফ টাইম মেম্বারশিপে যুক্ত হয়ে যান।
লাইফ টাইম মেম্বারশিপে আপনি সারা জীবনের জন্য আমাদের সকল প্রকার কোর্স, লাইভ ক্লাস, ই-বুক সহ অন্যান্য সকল প্রকার কন্টেন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন।
আমি লাইফ টাইম মেম্বার হতে চাই। এই লিংকে ক্লিক করলেই আপনি বিস্তারিত জানতে পারবেন।
এছাড়া আমাদের একটি অফিসিয়াল নাম্বার রয়েছে +8801316886988 আপনি যদি চান আমরা সেখানে আপনাকে নতুন নতুন পোস্টের লিংকগুলো পাঠিয়ে দেব।
নির্দ্বিধায় আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং আপনি যে আমাদের কাছ থেকে নতুন নতুন আপডেট পোস্টগুলো পেতে চাচ্ছেন তা জানিয়ে রাখুন। মেসেজের লিখুন আমি আপনাদের ব্লগ পোষ্ট গুলো নিয়মিত এখানে পেতে চাই বা আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সেই প্রশ্নটিই মেসেজ আকারে হোয়াটসঅ্যাপ-এ এবং ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন।
ধন্যবাদ
রাশেদুল ইসলাম, ফাউন্ডার, স্কিলস রাইডার