image

যে কাউকে রাজি করানোর জন্য একটি সাইকোলজিকাল ট্রিক কি?

 

আজকের পোষ্টের মাধ্যমে আমরা একটি সাইকোলজিকাল ট্রিক্স নিয়ে কথা বলব, যেখানে আপনি দেখতে পারবেন যে কিভাবে কোন মানুষকে কোন বিষয়ের জন্য রাজি করানো যায়? 

 

আমরা প্রায়ই কাউকে না কাউকে আমাদের কোন মতবাদ বা অভিপ্রায়ে রাজি করানোর জন্য উঠেপড়ে লেগে যাই, কিন্তু আমরা সফল হতে পারি না। আজকের পোষ্টের মাধ্যমে সে বিষয়টির একটি সমাধান দেওয়ার চেষ্টা করব।  

 

ছোট একটি পোস্ট, পুরোটি মনোযোগ দিয়ে পড়ুন এবং এই ট্রিকসটি আপনার প্রয়োজনীয় কাজে অবশ্যই ব্যবহার করুন। 

 

একটি সাইকোলজিকাল ট্রিক 

 

যে কাউকে আপনি আপনার মতামতকে রাজি করানোর জন্য ছোট একটি সাইকোলজিকাল ট্রিক ব্যবহার করে দেখতে পারেন।

 

যেমন: কয়েক বছর আগে একটি জরিপ করা হয়েছিল, যেখানে জরিপকারীরা একটি আবাসিক এলাকায় বাড়ির মালিকদের কাছে গিয়েছিলেন এবং তাদেরকে অনুরোধ করেছিলেন যে তাদের বাসার সামনে “সাবধানে গাড়ি চালান” এই নামে একটি বড় সাইনবোর্ড টানানো হবে, কিন্তু সকল বাড়ির মালিকগণ সাথে সাথে এই প্রস্তাবটি মানা করে দিয়েছিলেন।

 

মানা করার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে সেই প্রসঙ্গে আমরা এখানে যাচ্ছি না।  

 

এইবার ওই জরিপকারী অন্য আরেকটি আবাসিক এলাকায় গিয়ে বাড়ির মালিকদের কাছে গিয়ে অনুরোধ করলেন তাদের বাসার সামনে ছোট ছোট কিছু সাইনবোর্ড লাগাবেন।   

 

যেখানে একই কথা উল্লেখ থাকবে যে “ সাবধানে গাড়ি চালান ” , তখন সবাই রাজি হয়ে গিয়েছিলেন এবং তিনসপ্তাহ পর আবার সেই জরিপকারীরা আসে ওই একই বাড়ির মালিকদের কাছে অনুরোধ করলেন যে এবার ছোট সাইনবোর্ডকে পরিবর্তন করে বড় একটি সাইনবোর্ড লাগানো হবে।

 

এবার জরিপে দেখা গেল যে প্রায় ৭০% বাড়ির মালিক এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। সাইকোলজিস্টরা এটাকে বলে থাকে “Foot in the door technique”

 

এই টেকনিক মোতাবেক যদি আপনি কারো কাছে কোন বড় সাহায্য চেয়ে থাকেন, তাহলে বড় সাহায্য চাওয়ার আগে তার কাছে একটি ছোট সাহায্য চেয়ে দেখুন, সে রাজি হয় কিনা? 

 

যদি ছোট সাহায্য দেওয়ার জন্য রাজি হয়ে থাকেন, তাহলে তিনি আপনাকে বড় কোন সাহায্য করার জন্যও রাজি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

 

সুতরাং ছোট দিয়ে শুরু করুন, বড় কিছু পেতে হলে। এরকম আরো বাস্তবসম্মত টিপস এন্ড ট্রিকস পেতে এবং আমাদের স্কিলস রাইডার প্ল্যাটফর্মে যুক্ত হতে চাইলে আমি যুক্ত হতে চাই এই লিংকে ক্লিক করে আপনি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন।  

 

অথবা আপনি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে +8801316886988 মেসেজ করুন আমাদের টিম থেকে আপনাকে সাহায্য করবে।   

 

ধন্যবাদ 🙏

রাশেদুল ইসলাম, ফাউন্ডার, স্কিলস রাইডার