সবচাইতে সফল ব্যবসা কোনটি যেটাতে লাভ বেশি?
একটি ব্যবসাকে লাভজনক করা, কার না লক্ষ হতে পারে? যারাই ব্যবসা করছেন তারাই তাদের ব্যবসাকে লাভজনকভাবে তৈরি করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। এমন একটি সফল ব্যবসায় যেখানে অনেক লাভ, এরকম যদি প্রশ্নের উত্তর আপনি পেতে চান, তাহলে আজকের পোষ্টের মাধ্যমে আপনি এর সহজ একটি উত্তর পেয়ে যাবেন।
আমরা কিছুটা যুক্তি তর্ক দিয়ে পোস্টটি তৈরি করেছি অর্থাৎ আমরা বিশ্লেষণ আকারে আপনাকে বুঝিয়ে দিব যে সবথেকে লাভজনক ব্যবসা আসলে কি? এই বিশেষ অনুরোধ থাকবে পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন।
বর্তমান লাভজনক ব্যবসা কি?
আজ থেকে ৩০ বছর আগে যখন সেরা এবং লাভজনক ব্যবসাগুলোর তালিকা তৈরি করা হতো তখন বিভিন্ন ধরনের তেলের কোম্পানি, গ্যাসের কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি ইত্যাদি বিভিন্ন ধরনের কোম্পানির ব্যবসা এক নাম্বারে অথবা দুই নাম্বারে থাকতো অর্থাৎ তাদের ব্যবসায় সবথেকে বেশি লাভজনক হত।
কিন্তু বিগত ১৫-২০ বছর আগে টেকনোলজিতে উন্নতি হওয়ার পর থেকে বিশেষ করে 3G এবং 4G নেটওয়ার্কের বিস্তারিত হওয়ার কারণে কিন্তু পুরাতন ধাঁচের ব্যবসাগুলো কিন্তু এখন আর এক নম্বর আর দুই নম্বরে দেখতে পাওয়া যায় না।
আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে ভবিষ্যতে যখন ফাইভ-জি পুরোপুরি চালু হয়ে যাবে তখন যে ফেসবুক, গুগোল এক নাম্বার কম্পানিতে থাকবে তা কিন্তু কেউ বলতে পারছে না।
একটা মজার বিষয় আপনাকে শেয়ার করি, সেটি হচ্ছে এই যে আমরা গুগলের এত দাপট দেখতে পাই শুধুমাত্র একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি নাম হচ্ছে ওপেন আই। তারা গুগলের একদম বারোটা বাজিয়ে দিয়েছিল। এখনো গুগল প্রতি পদে পদে সাবধানতা অবলম্বন করে চলছে।
কিন্তু এটা বোঝা যাচ্ছে যে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ করা যায়, তাই আপনি যদি একবারেই এই সহজ-সরল ভাবে উত্তর পেতে চান তাহলে আপনাকে টেকনোলজি সংক্রান্ত ব্যবসা-বাণিজ্য করতে হবে অথবা যেটা বিজনেস করছেন সে বিজনেস এর সাথে টেকনোলজি সংযুক্ত করতে হবে, তাহলেই আপনি ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন।
কারণ টেকনোলজি ব্যবসার খরচকে ১০ গুণ কমিয়ে দেয় এবং প্রফিটকে ২০ গুণ বৃদ্ধি করতে সাহায্য করে।
তাই বর্তমান যে সমস্ত উদ্যোক্তারা টেকনোলজিকে খুব তাড়াতাড়ি সংযুক্ত করে তাদের বিজনেসকে পরিচালিত করছে তারাই সব থেকে লাভবান ব্যবসায়ী বলে বিবেচিত হচ্ছে।
উদাহরণঃ বিকাশ, প্রথম আলো, শপআপ, টেন মিনিট স্কুল, বিক্রয় ডট কম ইত্যাদি।
আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ব্যবসায় আপনি দু'ভাবে লাভ করতে পারবেন একটি হচ্ছে আপনি বেশি মার্কেট শেয়ার দখল করতে পারবেন এবং আরেকটি হচ্ছে বেশি প্রফিট অর্জন করতে পারবেন আর এটি আপনি তখনই করতে পারবেন যখন আপনি এমন একটি সমাধান নিয়ে আসবেন যে সমাধানটি আপনার কাস্টমারের সবথেকে বেশি প্রয়োজন এবং এই সমাধানটি এর আগে সে ভাবে কেউ নিয়ে আসতে পারে নি।
এই উপরের ফর্মুলাতে আপনি যে কোন প্রডাক্ট এর উপর ব্যাবহার করে লাভজনক ব্যাবসা করতে পারবেন। তাই আজকাল প্রোডাক্ট কোন ব্যাপার না, প্রডাক্ট যেকোনো হতে পারে আপনাকে শুধুমাত্র দেখতে হবে যে আপনি যে প্রোডাক্ট এর ব্যবসা করছেন সে প্রোডাক্টের ইন্ডাস্ট্রি কি সানসেট নাকি সানরাইজ?
যেমন: মোবাইল কল বা ভয়েস কল এই ইন্ডাস্ট্রির সূর্য আস্তে আস্তে ডুবতে চলেছে তাই এটাকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি।
আবার অন্যদিকে, ইলেকট্রনিক্স ভিকেলস (EV) বৈদ্যুতিক পরিবহন এর ব্যবসায় আস্তে আস্তে সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটি পণ্য আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে আর এটাকেই বলা হয়ে থাকে সানরাইজ ইন্ডাস্ট্রি।
এখানে আমি সামান্য একটি করে উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি।
এই পোস্টটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম তা হল, যদি আপনি সর্বোচ্চ লাভজনক একটি ব্যবসা তৈরি করতে চান তাহলে;
👉 আপনি যে ব্যবসায়ী করুন না কেন আপনাকে ব্যবসায়ী টেকনোলজি যুক্ত করতে হবে।
👉 প্রোডাক্ট নির্বাচন করার আগে আপনাকে ইন্ডাস্ট্রি ভালোভাবে বুঝতে হবে, ইন্ডাস্ট্রি সানসেট নাকি সানরাইজ?
বিজনেস স্কিল যদি আপনি পরিপূর্ণভাবে শিখতে চান তাহলে আমরা স্কিলস রাইডার একটি বিশেষ অফার নিয়ে উপস্থিত হয়েছি বিস্তারিত জানতে যুক্ত হতে চাই এই লিংকে ক্লিক করুন।
অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +8801316886988 মেসেজ করুন আমাদের টিম থেকে আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করবে।
ধন্যবাদ
রাশেদুল ইসলাম, ফাউন্ডার, স্কিলস রাইডার