image

২০২৪ সালের সেরা ৫টি ফ্রিল্যান্সিং স্কিল কি কি? 

 

আপনার যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই দরকারি একটি পোস্ট হবে। 

 

শুরুতেই বলে রাখি যারা প্রযুক্তি সচেতন নয়, অর্থাৎ যারা প্রযুক্তি একটু কম বোঝে তাদের জন্য কোন কোন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অপশন ২০২৪ সালে সবচেয়ে সেরা হবে তার উপর ভিত্তি করে এই পোস্টটি তৈরি করা হয়েছে।   

 

২০২৪ সালের শীর্ষ ফ্রিল্যান্সিং দক্ষতা

 

১) ডিজিটাল মার্কেটিং

 

এটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO), এবং পে-পার-ক্লিক (PPC) এই বিষয়গুলোর বিজ্ঞাপনের দক্ষতাকে অন্তর্ভুক্ত করে, কারণ যারা ব্যবসা করছে তাদের অনলাইন উপস্থিতি বাড়ানোর জন্য ক্রমবর্ধমানভাবে ইন্টারনেটের উপর নির্ভর করতে হবে।  

 

তাই, সবার প্রথমে ডিজিটাল মার্কেটিং-ই এক নম্বর ক্যারিয়ার চয়েস হতে পারে ২০২৪ সালে।  

 

২) বিষয়বস্তু তৈরি: 

 

আমরা এটাকে অনেকে কনটেন্ট ক্রিয়েশন নামে চিনে থাকি বা জেনে থাকি।  

 

ব্লগ পোস্ট, ভিডিও এবং গ্রাফিক্সের মতো আকর্ষক বিষয়বস্তু লেখা, ডিজাইন বা তৈরি করার ক্ষমতা অত্যন্ত মূল্যবান। ডিজিটাল প্রোডাক্ট এর ক্ষেত্রে এর কোন বিকল্প নেই।  

 

৩) গ্রাফিক্স ডিজাইন: 

 

ডিজিটাল এবং ঐতিহ্যবাহী মিডিয়াতে একটি ব্র্যান্ডের উপস্থিতি বাড়াতে লোগো, ছবি এবং লেআউট সহ আকর্ষণীয় ভিজ্যুয়াল তৈরি করতে পারে এমন গ্রাফিক্স ডিজাইনারদের প্রচুর চাহিদা রয়েছে।

 

 

৪) ভিডিও তৈরি এবং এডিটিং: 

 

ভিডিও এডিটিং সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি পেশা হবে। বর্তমান শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর জন্য প্রচুর এডিটর এর চাহিদা তৈরি হচ্ছে।  

 

একটি প্রফেশনাল মানের রিলস এডিট করতে ৭০০ থেকে ১০০০ টাকা প্রদান করা হয়। একজন প্রফেশনাল মানের এডিটর দিনে কমপক্ষে তিনটা রিলস এডিট করে দিতে পারবেন।  

 

৫) প্রজেক্ট ম্যানেজমেন্ট: 

 

অনলাইনে ছোট ছোট অনেক ব্যবসা তৈরি হচ্ছে যার জন্য প্রজেক্ট ম্যানেজারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 

 

আপনার যদি একাউন্টিং, মার্কেটিং, সেলস, মানব সম্পদ ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, এবং প্রযুক্তিগত বিষয়গুলোর উপরে ছোটখাটো দক্ষতা থেকে থাকে তাহলে আপনি এই বিষয়গুলোর উপর প্রজেক্ট ম্যানেজার হিসাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করতে পারবেন।  

যদিও এই দক্ষতাগুলোর মধ্যে কিছু প্রযুক্তিগত দিক থাকতে পারে, যেমন গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর জন্য নির্দিষ্ট সফ্টওয়্যার টুলসগুলো বোঝা।

 

এখানে প্রোগ্রামিং বা আইটি অবকাঠামো তৈরি করার জন্য তেমন কোন কারিগরি দক্ষতার প্রয়োজন হয় না। তাই খুব সহজেই একজন ব্যক্তি কিছুদিন অনুশীলনের মাধ্যমেই এই সমস্ত জায়গায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করতে পারবেন।  

 

শুধুমাত্র ফ্রিল্যান্সিং, ক্যারিয়ার এবং আত্মউন্নন সম্পর্কে অসংখ্য পোস্ট আমাদের এই স্কিলস রাইডার প্লাটফর্মে আপনি পেয়ে যাবেন, পোষ্টগুলো রীতিমত রীতিমতলাখের উপরে পড়া হচ্ছে নিয়মিতভাবে এবং শেয়ারও করা হচ্ছে। এটা আমার প্রতি সবার ভালোবাসার কারণে সম্ভব হয়েছে।

 

ব্যবসা-বাণিজ্য এবং আত্মউন্নয়ন সম্পর্কে নিয়মিত পোস্ট পেতে চাইলে আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারে, সেইসাথে আমার পোস্টগুলো ভালো লাগলে সেগুলো বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।

 

ধন্যবাদান্তে

রাশেদুল ইসলাম (লিডারশিপ ট্রেইনার এবং বিজনেস কনসালট্যান্ট)