image

আগামী ১০ বছরে ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী?

 

আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সামান্যতম আগ্রহও থেকে থাকে, তাহলে এই পোস্টটি থেকে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। 

 

ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়ার আগে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্পর্কে আমাদের একটু অবগত থাকা উচিত। 

 

চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি; 

 

ডিজিটাল মার্কেটিং-এ ক্যারিয়ার এবং এর ভবিষ্যৎ সম্পর্কে জানার আগে আসুন আমরা ডিজিটাল মার্কেটিং কি এই সম্পর্কে খুব সাধারণ কিছু তথ্য জেনে নেই। 

 

ডিজিটাল মার্কেটিং কি? 

 

আমরা এখানে খুব সংক্ষিপ্ত আকারে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টি বুঝবো একটি ছোট উদাহরণ দিয়ে। 

 

কল্পনা করুন যে আপনি ভালো স্বাস্থ্যকর ফলের জুস তৈরি করতে পারেন। এখন আপনি সবাইকে জানাতে চান যে আপনার তৈরি ফলের জুস কতটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর; কিন্তু আপনি কীভাবে আপনার আশেপাশের এবং দূরের লোকেদের কাছে পৌঁছাবেন? যখনই আপনি এই বিষয়টি অনলাইনের মাধ্যমে জানানো শুরু করার চেষ্টা করবেন তখনই ডিজিটাল মার্কেটিং এর বিষয়টি সামনে চলে আসে!

 

ডিজিটাল মার্কেটিং আসলে একটি ম্যাজিক মেগাফোন ব্যবহার করার মতো, যা আপনাকে আপনার দুর্দান্ত স্বাস্থ্যকর ফলের জুস সম্পর্কে পুরো বিশ্বকে জানানোর সুযোগ করে দেয়। 

 

আপনি আরও বেশি লোকেদের কাছে পৌঁছানোর জন্য এবং আপনার স্বাস্থ্যকর ফলের জুসের প্রচারকে আরও বেশি সফল করতে অনলাইনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। 

 

অনলাইনে বিভিন্ন সফটওয়্যার হলো মূলতঃ

 

  • ওয়েবসাইট  
  • সোশ্যাল মিডিয়া 
  • ইমেইল মার্কেটিং 
  • অনলাইন এডভারটাইজিং এবং 
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি 

 

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?      

 

যদি একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার তৈরি করবেন, তাহলে আর পিছনে ফিরে তাকানোর কোন দরকার নেই, সমস্ত শক্তি এবং সময় এখানেই বিনিয়োগ করুন।

 

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল যা বলে শেষ করা যাবে না। এর

অসংখ্য কারণগুলোর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ফিজিক্যাল  এন্টারপ্রেনারশিপের যুগ শেষ, এখন ডিজিটাল এন্টারপ্রেনারশিপের যুগ চলছে যা কখনোই শেষ হওয়ার নয়।

 

প্রাথমিকভাবে আমরা বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। এখন আমরা এই বিষয়টিকে আরেকটু বিশ্লেষণ করে দেখব, তাহলে আপনি যৌক্তিকভাবে এই বিষয়টিকে বিশ্বাস করা শুরু করবেন।   

 

ডিজিটাল মার্কেটিং কেন ভবিষ্যতে সমৃদ্ধশালী হবে? 

 

দেখুন আপনাকে দুটি বিষয় খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে; যদি আপনি এই ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে চানঃ

 

(১) প্রযুক্তিগত অগ্রগতি 

(২)  কাস্টমারদের আচরণের পরিবর্তন এবং বিকাশ 

 

প্রযুক্তিগত অগ্রগতি: 

 

প্রযুক্তিগত অগ্রগতি প্রায়শঃ ঘটে চলেছে আমাদের এই বর্তমান যুগে, ২০০৭ সালে যেব্যবসাগুলো রাজত্ব করতো প্রযুক্তির এই অগ্রগতির কারণে আজকে সেখানে নতুন নতুন ব্যবসাগুলো রাজত্ব করছে।  

 

বস্তুত আমরা এখানে রাজত্ব করা বলতে সবচেয়ে  শীর্ষ ক্যাটাগরির ব্যবসাগুলোর কথা বলছি, আপনি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেসলা মটরস, ফেসবুক, অ্যামাজন, গুগল এবং চ্যাটজিপিটির কথাই ধরুন, এরা আজকের টপ ক্যাটাগরির ব্যবসায় পরিণত হয়েছে। 

এবং এখানে আরেকটি বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে এই ব্যবসাগুলোর সাথে পুরোপুরি ডিজিটাল টেকনোলজি যুক্ত রয়েছে। তাই আমরা এখান থেকে আন্দাজ করতে পারছি যে ভবিষ্যতেও ডিজিটাল মার্কেটিং এর চাহিদা শুধুমাত্র বৃদ্ধিই পাবে না, বরং চক্রবৃদ্ধির আকারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার দিকে চলে যাবে।  

 

কাস্টমারদের আচরণের পরিবর্তন এবং বিকাশ: 

 

আগে একজন কাস্টমার নিউজ পেপার পড়তো, কিন্তু এখন সে অনলাইন নিউজ পেপার পড়ছে এবং তার মোবাইলে সে প্রতিনিয়ত নিউজ আপডেট পেয়ে যাচ্ছে।  

 

কাস্টমারের আচার-আচরণে পরিবর্তন হচ্ছে এবং তাদের আচার-আচরণের বিকাশ কিন্তু এখানেই থেমে থাকবে না, এটা চক্রবৃদ্ধির আকারে বৃদ্ধি পেতেই থাকবে। তাই এই পয়েন্টটি থেকে আমরা বুঝতে পারি যে ডিজিটাল মার্কেটিং কোন থেমে থাকার বিষয় নয়, এটা চলমান এবং এই ইন্ডাস্ট্রির সূর্য উদয় হয়েছে।  

 

কাস্টমারের চাহিদা কিরকম হতে পারে ভবিষ্যতে? 

 

👉 AI ও ভয়েস সার্চ: 

 

রোবোটরা খুব আকর্ষণীয় বিজ্ঞাপন লিখবে এবং স্মার্ট স্পিকাররা আমাদের প্রতিটি ইচ্ছে বুঝবে! ব্যক্তিগত অভিজ্ঞতা এবং হাইপার-টার্গেটেড বিজ্ঞাপনের জন্য প্রস্তুত থাকা  AI ও ভয়েস সার্চ আপনার বন্ধুদের চেয়েও আপনাকে ভালো চিনবে এবং আপনাকে টার্গেট করে যথাযোগ্য পণ্য এবং সেবা সম্পর্কে আপনাকে জানাবে।  

 

👉 মেটাভার্স মাতামাতি: 

 

ভার্চুয়াল জগৎ বিস্ফোরিত হচ্ছে! ইন্টারেক্টিভ শপিং, ভার্চুয়াল কনসার্ট এবং এমনকি ডিজিটাল জঙ্গলে বন্ধুদের সাথে ঝুলতে থাকার জন্য প্রস্তুত থাকো!

 

বিষয়টি একটু সহজ করে দেই, আপনার একটি ইন্টারনেট অবতার তৈরি হবে যেটা আপনার হয়ে ইন্টারনেটের জগতে সবকিছু করে বেড়াবে। 

 

👉 অটোমেশন: 

 

একঘেয়ে কাজ? রোবোটেরাই এটা করবে! মার্কেটাররা কৌশল এবং সৃজনশীলতার উপর ফোকাস করবে, আর বিরক্তিকর কাজ AI সহকারীদের কাছে রেখে দেবে। 

সবশেষে আপনি যদি এখানে ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে ভালো একজন মেন্টর খুঁজুন (খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়), সবচেয়ে দ্রুত এবং সঠিকভাবে কাজে উঠে পড়ে লেগে যান, ছয়মাস পর আপনি আপনার নিজের অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিকক্ষেত্রে অনেক পরিবর্তন দেখতে পারবেন।

 

পুরো পৃথিবীর ছোট এবং বড় বড় ব্যবসা গুলো মিলে শুধু মাত্র ২০% প্যানিট্রেশন তৈরি করতে পেরেছে ডিজিটাল মার্কেটিং এর উপর, এখনো ৮০% সম্ভাবনাময় বাজার পড়েই রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এর ভবিষ্যৎ ঠিক কতোটা উজ্জ্বল হতে চলেছে।

 

সবশেষে একটি অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে শেষ করছি আপনার জীবনের লক্ষ্য তৈরি করার জন্য।

 

“যতদূর পর্যন্ত রাস্তা দেখা যায় ততদূর পর্যন্ত যাওয়া উচিত, এর সামনের রাস্তা আপনি সেখানে গিয়েই দেখতে পারবে”।

 

আপনার জীবনযাপন কর্মভিত্তিক হতে হবে, গল্পভিত্তিক এবং স্বপ্নভিত্তিক জীবনযাপন করলে হবে না। তাই আজ থেকে কোনো না কোনো অ্যাকশন নেওয়া শুরু করুন এবং উঠে পড়ে লেগে পড়ুন।

 

সবসময়ের জন্য আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

 

ধন্যবাদান্তে

রাশেদুল ইসলাম (লিডারশিপ ট্রেইনার এবং বিজনেস কনসালট্যান্ট)