image

আত্মউন্নয়নের এমন কোন সূত্র আছে যা বাস্তবে ম্যাজিকের মত কাজ করে?

 

আমাদের নিজেদের জীবনকে নিয়মিতভাবে উন্নত থেকে উন্নততর করে যাওয়াকে বলা হয় আত্মউন্নয়ন। আপনি যদি আত্মউন্নয়ন বিষয়ক একটি অসাধারণ পোস্ট খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য এই পোস্টটি হবে একটি  ম্যাজিকের মত।  

 

আমরা এই পোস্টে এমন একটি বাস্তবিক কৌশল দেখিয়ে দিব, যা আপনি আজকে থেকেই ব্যবহার করতে পারবেন এবং আপনার জীবনে একটু একটু করে পরিবর্তনের মাধ্যমে অদূর ভবিষ্যতে জীবনকে অনেকটাই সমৃদ্ধশালী করে তুলতে সক্ষম হবেন।   

 

৮০/২০ রুলস 

 

আমরা আজকের পোষ্টের মাধ্যমে ৮০/২০ রুলস নিয়ে কথা বলব, এবং বাস্তবের কিছু উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দেব।    

 

এই নিয়মের নামকরণ করা হয়েছে ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো পেরেটোর নামে, যিনি ১৯ শতকের শেষের দিকে পর্যবেক্ষণ করেছিলেন যে ইতালির ৮০% ভূমির মালিক ২০% জনসংখ্যার হাতে মালিকানাধীন।

 

সূত্রটির মর্মার্থ হলো ৮০% ফলাফল এসে থাকে ২০% চেষ্টায়। সহজ উদাহরণ দিয়ে শুরু করি।

 

✍️ আপনি যদি ব্যবসা করে থাকেন, খেয়াল করে দেখবেন, আপনার ২০% কাস্টমার এর কাছ থেকে ৮০% ব্যবসা আসে।

 

✍️ সাধারণ যেকোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে, ধরুন আপনি ১০০টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সেখান থেকে শুধুমাত্র ২০টা নিয়মিত দেখছেন।

 

✍️ আপনার মোবাইলের ২০% নাম্বার গুলোতে নিয়মিত ফোন দেওয়া হয়, বাকি ৮০% নাম্বারে মাঝে মাঝে ফোন দেওয়া হয়।

 

✍️ আপনার শহরের যতগুলো রাস্তা আছে তার মধ্যে ২০% রাস্তা দিয়ে আপনি নিয়মিত চলাচল করছেন, বাকি ৮০% রাস্তায় মাঝে মাঝে চলাফেরা করেছেন।

 

✍️ সারাদিন যত কাজ করছেন তার মধ্যে ২০% এমন কাজ যা আপনাকে ৮০% ফলাফল এনে দিচ্ছে।

 

✍️ যতগুলো ফল রয়েছে তার মধ্যে শুধুমাত্র ২০% আপনি নিয়মিত খেয়ে থাকেন বাকি ৮০% ফলগুলো কখনোসখনো খাওয়া হয়।

 

✍️ আপনার কতগুলো বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে মাত্র ২০% বন্ধুবান্ধবের সাথে নিয়মিত যোগাযোগ হয় বাকি ৮০% বন্ধুবান্ধবের সাথে মাঝে মধ্যে যোগাযোগ হয়।

 

এমন হাজারও উদাহরণ দেওয়া যাবে, যা আমাদের বাস্তব জীবনে নিয়মিত ঘটে চলেছে।

 

এই সূত্রটি আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি?

 

একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় জীবনের সকল ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা যায়।

 

👉 আপনি ঠিকমতো সময় নিয়ন্ত্রণ করতে পারছেন না? এই সূত্র কে কাজে লাগান। অর্থাৎ এমন ২০% গুরুত্বপূর্ণ কাজ করুন যা আপনাকে ৮০% ফলাফল নিয়ে এসে দেবে।  

 

👉 আপনি ঠিকমতো ব্যবসার মার্কেটিং করতে পারছেন না, এই সূত্রটি কাজে লাগান।

 

👉 আপনি ঠিকমতো ম্যানপাওয়ার পরিচালনা করতে পারছেন না, এই সূত্রটি কাজে লাগান।

 

👉 আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারছেন না, এই সূত্রটি কাজে লাগান।

 

👉 আপনারা লক্ষ্য অর্জন করতে পারছেন না, এই সূত্রটি কাজে লাগান।

 

এখন আপনি জীবনের যেপর্যায়েই থাকুন না কেন একটু গভীরভাবে 🤔 চিন্তা করে দেখুন যে কিভাবে আপনি এটাকে কাজে লাগাতে পারেন? 

 

এই নীতিটি দক্ষতা এবং কার্যকারিতা উন্নত করতে সবচেয়ে কার্যকর ক্ষেত্রগুলোতে ফোকাস করতে উৎসাহিত করে। তাই আজ থেকেই এই নিয়মটি আপনার বাস্তব জীবনে ব্যবহার করুন, নিশ্চিতভাবে এর ফলাফল খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে পেয়ে যাবেন।  

 

আমি ব্যক্তিগতভাবে এই নীতিকে অনুসরণ করি এবং আমার জীবনের বেশ কিছু ক্ষেত্রে আমি এই নীতি ব্যবহার করে সাফল্য অর্জন করতে পেরেছি। আমি আমার ব্যবসার ক্ষেত্রেও এই নীতি ব্যবহার করি অর্থাৎ আমার সবথেকে বেশি যে দক্ষতা সেখানে আমি সবথেকে বেশি সময় ব্যয় করি, অন্যান্য কাজগুলো অন্যান্য কার্যকর মানুষের দ্বারা সম্পন্ন করে থাকি। 

 

আজকের এই পোষ্টের মাধ্যমে শুধুমাত্র একটি নীতি দেখালাম, এরপরে আরো অসংখ্য গুরুত্বপূর্ণ নীতি নিয়ে খুব তাড়াতাড়ি বেশকিছু কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।  

 

আমাদের স্কিলস রাইডারে এখন থেকে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ পোস্ট পাবলিশ করা হবে, আপনি যদি সবার আগে আমাদের পোস্টগুলো আপনার ইমেইলে পেতে চান তাহলে আমাদের ইমেইল সাবস্ক্রিপশন করে রাখুন। সেখান থেকে আপনি নিয়মিত ভাবে আমাদের পোস্টগুলো পেয়ে যাবেন।  

 

ধন্যবা্দান্তে 🙏

রাশেদুল ইসলাম, ফাউন্ডার স্কিলস রাইডার