image

ইলন মাস্ক কিভাবে বিলিয়ন ডলার মূল্যের এতগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করে? 

 

আপনার যদি ব্যবসা-বাণিজ্য এবং স্টার্টআপ সম্পর্কে অনেক বেশি জানার আগ্রহ থেকে থাকে, তাহলে আপনার জন্য সেরা একটি প্ল্যাটফর্ম হল আমাদের স্কিলস রাইডার।  

 

আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন যে কিভাবে একজন উদ্যোক্তা তার দক্ষতা দিয়ে অনেকগুলো ব্যবসাকে পরিচালনা করে থাকেন। এই পোস্টটি কোন সাধারণ পোস্ট নয়, পোষ্টের বিষয়বস্তু ঠিকঠাক বুঝতে পারলে আপনিও আপনার প্রতিষ্ঠানকে একটি মহামূল্যবান প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে পারবেন।   

 

কিভাবে অনেক কোম্পানি পরিচালনা করতে হয়?

 

একজন উদ্যোক্তা যখন নিজেই তার প্রতিষ্ঠানে সবকিছু করে তখন সেটাকে বলা হয় Doing। শুরুতে একজন উদ্যোক্তাকে নিজে থেকেই সবকিছু করতে হয়, নিজেকেই প্ল্যানিং করতে হয় এবং নিজেকেই সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য কাজ করতে হয়।  

 

(সহজ ভাষায় বলতে গেলে নিজের দোকান নিজেকেই খুলতে হয়, নিজেকেই পরিষ্কার করতে হয়, দোকানের মালপত্র নিজেকেই সাজাতে হয় এবং নিজেকে বিক্রি করতে হয়)

 

স্টার্টআপটি মানে ব্যবসাটি, যখন কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যায় তখন সে তার লিডারদেরকে সক্ষম করে তোলে, অর্থাৎ এই ধাপে ইনি এমন কিছু লিডার তৈরি করেন যেখানে লিডারদেরকে শুধু ডাইরেকশন দিতে হয়, বিজনেস ফাংশনের লিডাররা নিজে থেকেই ডিসিশন নিয়ে এক্সিকিউশন করে খুব দ্রুত এগিয়ে যায়।

 

ধরুন আমি একটি স্বাস্থ্যকর এনার্জি ড্রিংকস তৈরি করে বিক্রি করছি, আমার ব্যবসাটি আস্তে আস্তে কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া শুরু করলো এবং আশেপাশের শহরে এর চাহিদা বৃদ্ধি পাওয়া শুরু করল। 

 

আমি এখন এই ব্যবসাটির জন্য ভালো একজন সেলস এক্সিকিউটিভ নিয়োগ করব এবং বিজনেস অপারেশন যিনি ভালো বুঝতে পারে তাকে আমার প্রতিষ্ঠানের জন্য কাজে লাগাবো।    

 

যখন আপনি আপনার বিজনেসের ফাংশনাল লিডারদেরকে কারণ বুঝিয়ে দিতে পারবেন ঠিকমত, অর্থাৎ আমি কোথায় আছি এবং কোথায় যেতে চাই, তারপর আর আপনাকে বলতে হবে না যে, কি করতে হবে আর কিভাবে করতে হবে?

 

ইলন মাস্কের মতো বিলিয়ন ডলারের উদ্যোক্তারা, শুরু থেকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয় ম্যানপাওয়ার তৈরি করতে এবং তাঁরা একটি কথা বিশ্বাস করে যে আমার ম্যানপাওয়ার আমাকে সুপারপাওয়ার তৈরি করতে সাহায্য করবে।

 

অর্থাৎ সে তাঁর ম্যানপাওয়ারদেরকে তাঁর ভিশন এবং মিশনকে পরিষ্কারভাবে ভাবে বুঝিয়ে দেয় এবং এর সাথে তাঁদেরকে জড়স্কারভাবে, আর এর ফলেই প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় ম্যাজিক।

 

আপনার প্রতিষ্ঠানের যত দক্ষ লোকই থাকুক না কেন, তারা যদি স্রেফ টাকার জন্য কাজ করতে আসে, তাহলে বুঝতে হবে যে আপনি বেশিদূর তাদেরকে নিয়ে আগাতে পারবেন না। এই সমস্ত লোক আপনার সাথে শুধু নয়টা-পাঁচটা হিসাব নিয়ে চলবে।

 

তারা সকাল ৯ টায় কোনরকম অফিসে আসবে এবং বিকেল পাঁচটায় কিভাবে অফিস থেকে তাড়াতাড়ি চলে যেতে হয় সেটা নিয়ে চিন্তাভাবনা করবে। এছাড়া কিভাবে সময় নষ্ট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে তারা বেশি চিন্তিত থাকবে, কাজ নিয়ে নয়।  

 

আপনাকে আপনার সাথে একই ধরণের মতামত পোষণকারীদেরকে নিয়ে চলতে হবে, যাঁরা আপনার মিশন এবং ভিশনকে বুঝবে এবং তাদের নিজের মনে করে সেই মিশন এবং ভিশনকে এগিয়ে নিয়ে যাবে।

 

যারা ইতিহাস তৈরি করেছে তারা কোনদিন টাকার কারণে ইতিহাস তৈরী করতে পারেনি, তাদের মনের ভিতর একটি আগুন ছিল, সেই আগুনের জ্বালায় ইতিহাস তৈরি করেছে।

 

ইলন মাস্ক এর মত ব্যবসায়ীদেরকে বলা হয় ভিশনারি লিডার, তাঁরা এমন কিছু লিডার তৈরি করে যারা আরো নেতৃত্ব দেওয়ার মতো অসংখ্য লিডারকে নেতৃত্ব দিয়ে চলছে। আর এভাবে আপনি যে কোন মহৎ এবং সৎ উদ্দেশ্যকে তৈরি করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অনেক বড় করতে পারবেন (বিলিয়ন ডলার)

 

ইলন মাস্ক এর মত উদ্যোক্তারা এভাবেই একটির পর একটি জনকল্যাণকর উদ্দেশ্য তৈরি করছে এবং সফল করছে (স্পেস এক্স, টেসলা, ওপেন এ আই,বোরিং কোম্পানি, সোলার সিটি, নিউরালিংক, হাইপারলুপ ইত্যাদি)

 

আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কনটেন্ট নিয়ে কাজ করছি যার মাধ্যমে আপনি জানতে পারবেনঃ

 

👉 কিভাবে ভাল টিম মেম্বার তৈরি করতে হয়?

👉 কিভাবে টিম মেম্বারদের কাজের মধ্যে যুক্ত রাখতে হয়? 

👉  কিভাবে টিম মেম্বারদের থেকে ভালো ফলাফল নিয়ে আসতে হয়? 

👉  কিভাবে টিম মেম্বারদের বিচক্ষণতার সাথে পরিচালনা করতে হয়? 

👉  কিভাবে টিম দিয়ে একটি বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান বানাতে হয়? 

 

ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, ছোট ব্যবসা শুরু করা এবং ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করা সংক্রান্ত যদি কোন প্রশ্ন আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখবেন, আমরা সেই প্রশ্নের উপর ভিত্তি করে একটি বিস্তারিত কন্টেন্ট তৈরি করে এই প্লাটফর্মে পাবলিশ করে দেবো।   

 

ধন্যবাদান্তে 🙏

রাশেদুল ইসলাম, লীডারশীপ ট্রেইনার এবং বিজনেস কনসালটেন্ট